International

জঙ্গি তালিবানদের জঙ্গিপনা শুরু! শিখ ও হিন্দু ভারতীয় সহ মোট ১৫০ জনকে অপহরণ করলো কাবুল বিমানবন্দর থেকে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২১ আগস্ট: আফগানিস্তান দখলের পর থেকেই তালিবানরা বারবার বলে এসেছে ভারতীয়দের আমরা কোন ক্ষতি করব না! গতকাল ভারতীয় দূতাবাসে হামলা চালানোর পর আজ কাবুল বিমানবন্দরে প্রায় ১৫০ জন ভারতীয় কে আটক করে ওই জঙ্গিগোষ্ঠী। আজ স্থানীয় এক সংবাদমাধ্যম দ্বারা এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভারতে। সূত্রের খবর অনুযায়ী, এদের মধ্যে রয়েছেন আফগানি শিখ ও হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তালিবানরা। তাদের দাবি ওই যাত্রীদের কাউকেই অপহরণ করা হয়নি। সমস্ত ভারতীয়রাই সুরক্ষিত আছেন এবং তাঁদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। মূলত বিমানবন্দরের দ্বিতীয় গেট দিয়ে ভারতীয়দের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করে ওই জঙ্গিগোষ্ঠী।

তালিবানদের জঙ্গিপনা শুরু :

কাবুলের এক স্থানীয় সংবাদমাধ্যম দাবি করে, হামিদ কারজাই বিমানবন্দরে ঢোকার চেষ্টা করছিলেন বহু যাত্রী এবং সেই সময়ই এই আটকের ঘটনাটি ঘটে। পাশাপাশি ওয়ার্ল্ড পাঞ্জাবি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট দাবি করেন প্রায় ৭২ জন আফগান শিখ এবং হিন্দু সারারাত বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। আজ ভারতীয় বায়ুসেনার বিমান ছাড়ার কথা ছিল। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার ওয়ান থার্টি জে হারকিউলিস বিমান আজ প্রায় ৯০ জন ভারতীয়কে উদ্ধার করে তাজাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। মূলত কাবুল বিমানবন্দরে বড় বিমান ওঠা নামায় সমস্যা থাকার কারণে আটকে থাকা ভারতীয়দের ছোট ছোট দলে ভাগ করে তাঁদের ফেরত আনার ব্যবস্থা করছে ভারতীয় বায়ুসেনারা।

ভারতীয়দের আটকে রাখার কথা অস্বীকার করেছেন, তালিবানের মুখপাত্র আহামদুল্লা ওয়াসিক। যদিও আফগানের এক সংবাদমাধ্যম দাবি করে, প্রথমে অপহরণ করা হলেও কয়েকঘন্টা পর জিজ্ঞাসাবাদের পর ওই অপহৃত ভারতীয়দের মুক্তি দিয়েছে তালিবানরা। যদিও এই ব্যাপারে সরকারি কোনো প্রমাণ এখনও মেলেনি। এদিকে, এখনও কাবুলে প্রায় ২০০’রও বেশি ভারতীয় আটকে রয়েছেন। দ্রুত তাঁদের ফিরিয়ে আনার জন্য আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনা করছেন ভারতীয় সরকার। মূলত বিমানবন্দরে বহু লোক ভিড় করে থাকায় বিমান ওঠানামা করতে সমস্যা দেখা দিচ্ছে। অগত্যা সেই কারণেই প্রায় তিনদিন ধরে তাজিকিস্তানে আটকে রয়েছে ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান। তালিবানদের বর্বর নির্যাতনের সাক্ষী গোটা বিশ্বই। স্বাভাবিক ভাবেই ঘরের মানুষ দেশে না ফেরা পর্যন্ত উৎকন্ঠার মধ্যেই দিন কাটাচ্ছেন প্রত্যেক ভারতবাসী।

কাবুল বিমানবন্দর থেকে আটক ১৫০ জন :

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

7 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

14 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago