Health

ভ্যাকসিন নেওয়ার পর শরীর যেন চুম্বক! মহারাষ্ট্রের পর এবার পশ্চিমবঙ্গের ঘটনায় প্রৌঢ়কে ভর্তি করা হল হাসপাতালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শিলিগুড়ি, ১৩ জুন : মহারাষ্ট্রের নাসিকের পর এবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি। ভ্যাকসিন নেওয়ার পর শরীর যেন চুম্বক! ‘ম্যাগনেট ম্যান’ এর খোঁজ পাওয়া গেল এ রাজ্যেই। শিলিগুড়ির ফুলেশ্বরী মোড়ের ভক্তিনগরের বাসিন্দা, বছর ৬০ এর নেপাল চক্রবর্তীর শরীর এখন কার্যত চুম্বকে পরিণত হয়েছে। ১ ফুট দূর থেকে ছুঁড়ে দিলেও, আটকে যাচ্ছে চামচ, হাতা, খুন্তি, পয়সা, মোবাইল থেকে শুরু করে যে কোনও ধাতব দ্রব্য। ঘটনার জেরে চাঞ্চল্য শিলিগুড়ি জুড়ে। যদিও এই ঘটনার সাথে ভ্যাকসিন নেওয়ার বা করোনা টিকা নেওয়ার কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু, মহারাষ্ট্রের নাসিকেও ঘটেছে একই ঘটনা। আতঙ্কে আছেন নেপাল বাবুও। তাই, রবিবার সন্ধ্যা নাগাদ তড়িঘড়ি তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেপাল চক্রবর্তী :

প্রসঙ্গত উল্লেখ্য, শিলিগুড়ির নেপাল চক্রবর্তী করোনা ভ্যাকসিন (কোভিশিল্ড) নিয়েছেন গত ৭ তারিখ। শরীরে কোনো রকম অসুবিধা দেখা দেয়নি। তবে ২ দিন আগে তিনি টিভির খবরে দেখেন যে, করোনা টিকা (কোভিশিল্ড) নেওয়ার পর মহারাষ্ট্রের নাসিকের প্রৌঢ় অরবিন্দ সোনারের শরীরে চৌম্বকীয় শক্তি তৈরি হয়েছে। শরীরে আটকে যাচ্ছে হাতা-খুন্তি-পয়সা! তারপরই, শিলিগুড়ির নেপাল চক্রবর্তীর মনেও প্রশ্ন এবং উৎসাহ জাগে। তিনিও পরীক্ষা করে দেখেন, তাঁর শরীরেও আটকে যাচ্ছে পয়সা-হাতা-খুন্তি সহ ধাতব জিনিসপত্র। এরপরই ভিড় জমে যায় তাঁর বাড়িতে। আসে সর্বভারতীয় সংবাদমাধ্যম গুলিও। তার জেরেই খবর পৌঁছে যায় কলকাতার স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে। তাঁরা স্পষ্ট জানান, “ভ্যাকসিনের ট্রায়ালে এই ধরনের কোন ঘটনা ঘটেনি! তাই বিষয়টি পুরোপুরি তদন্ত সাপেক্ষ। এখনই মন্তব্য করা উচিত নয়। অন্য কোন শারীরিক অসুস্থতার জন্যও হতে পারে!” যদিও, নেপালবাবু জানিয়েছেন তাঁর শরীরে অন্য কোন অসুবিধা নেই। তা সত্ত্বেও, নেপাল বাবুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, এই বিষয়ে রহস্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা।

নাসিকের অরবিন্দ সোনার :

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

10 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

14 hours ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

22 hours ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

3 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

3 days ago