দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ‘রেলনগরী’ খড়্গপুর। সোমবার ভরদুপুরে, গিরিময়দান স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের সামনেই একটি শতবর্ষ প্রাচীন বৃহদাকার গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ছিঁড়ে যায় ইলেকট্রিকের তার; ক্ষতিগ্রস্ত হয় একটি পান দোকান; অল্পের জন্য প্রাণে রক্ষা পান এক যুবক, কিন্তু তাঁর বাইকটি দুমড়েমুচড়ে যায়। তবে, সেই সময় ওই লাইনে কোন ট্রেন ছিল না। ফলে, খোলা ছিল লেভেল ক্রসিং এবং রাস্তাতেও লোকজন কম ছিল। তাই, মস্ত বড় এক বিপদ থেকে রক্ষা পায় খড়্গপুর! ঘটনাটি ঘটে, খড়্গপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের গিরিময়দান থেকে বিগ বাজার যাওয়ার রাস্তায় লেভেল ক্রসিংয়ের সামনেই। এরপরই, ওই রাস্তা অবরুদ্ধ হয়ে যায়! এদিকে, এই খবর পৌঁছয় ১৮ নং ওয়ার্ডে সেইসময় প্রচারকার্য চালিয়ে যাওয়া তৃণমূল ও বিজেপি’র প্রার্থীদের কাছেও। সঙ্গে সঙ্গে কর্মী-সমর্থকদের নিয়ে ছুটে আসেন দুই প্রার্থী যথাক্রমে, শ্রী রাও (বিজেপি) এবং পূজা নাইডু (তৃণমূল)। বিশাল সেই গাছটি উদ্ধার করতে তাঁরা সকলে মিলে হাত লাগান খড়্গপুর টাউন থানা এবং রেল সুরক্ষা বাহিনীর সাথে। রাস্তা থেকে সরানো হয় মোটাসোটা, বিশাল মাপের সেই গাছটি। আর, সেইসময়ই একযোগে স্লোগান ওঠে ‘জয় শ্রীরাম’ আর ‘জয় বাংলা’।
উল্লেখ্য যে, ভোটের উত্তাপে রেলনগরী খড়্গপুরে এখন টানটান উত্তেজনা। জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সেই সময়ই একেবারে ভরদুপুরে ঘটে যায় এই দুর্ঘটনা! তবে, ওই সময় কোনো ট্রেন না থাকায়, লেভেল ক্রসিং খোলা ছিল। ফলে, বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। যদিও, বিশাল মাপের ওই গাছটি পড়ে যাওয়ার কারণে, গিরি ময়দান স্টেশন থেকে নিমপুরা (বিগবাজার) যাওয়ার রাস্তা সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে যায়! এরপরই, খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্রী রাও ও তৃণমূল প্রার্থী পূজা নাইডু। দুই দলের কর্মী সমর্থকরা এবং রেল পুলিশ এবং স্থানীয় খড়্পুর টাউন থানার তৎপরতায় রাস্তা থেকে পড়ে যাওয়া গাছ সরানো হয়। হাতে হাত মিলিয়ে কাজ করার এই নজিরবিহীন ছবি ধরা পড়ে ভোটের উত্তাপে টগবগ করে ফুটতে থাকা রেল শহরে। তবে, এসবের মধ্যেও নিজেদের স্লোগান দিতে ভুলে যাননি দুই দলের সমর্থকরা! রাস্তা পরিষ্কার করার সময় একযোগে স্লোগান ওঠে ‘জয় বাংলা’ আর ‘জয় শ্রীরাম’।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…