দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ডিসেম্বর: “ভুল, শুধু ভুল…!” ২০১৭ সালে, মানসিক ভারসাম্য হারিয়ে, ‘ভুল’ করে ঢুকে পড়েছিলেন কলাইকুন্ডা বিমানঘাঁটি (কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশন)-তে। হাই এলার্ট জোন হওয়ায় স্বাভাবিকভাবেই আটক এবং পরে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের পালামৌ জেলার বাসিন্দা, বছর ৫০-র মানসিক ভারসাম্যহীন মহিলা নলিনী চৌধুরী। তবে, মানসিক ভারসাম্যহীন হওয়ায় ২০১৮ সাল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় তাঁর জামিন হয়ে যায়। যদিও, ঠিকানা’র ‘ভুলে’ জেল থেকে মুক্ত হতে পারেন নি। গত ৬ বছর জেলেই কাটে নলিনীর! অবশেষে, প্রায় ৬ বছর পর, আজ, ৬ ডিসেম্বর (২০২৪) অর্থাৎ শুক্রবার মেদিনীপুর মহিলা সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হলেন নলিনী চৌধুরী ওরফে নলিনী দেবী)।
প্রসঙ্গত, ২০১৭ সালে ঝাড়খণ্ডের পালামৌ জেলার বাসিন্দা, মানসিক ভারসাম্যহীন নলিনী চৌধুরী ভুল করে ঢুকে পড়েন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার অধীন কলাইকুন্ডা এয়ারবেস বা কলাইকুন্ডা বিমানঘাঁটি (কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনে)-তে। হাই এলার্ট জোন হওয়ায় ওই এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। ফলে খড়্গপুর গ্রামীণ থানার তরফে মানসিক ভারসাম্যহীন নলিনী চৌধুরীকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত ওই হাই এলার্ট জোনে ঢুকে পড়ার অপরাধে IPC 447, IOC 7- প্রভৃতি ধারায় মামলা রুজু করা হয়। কিন্তু, পুলিশি তদন্তে তাঁর নাম ও ঠিকানা ভুল রেকর্ড করা হয়। ঝাড়খন্ডের বাসিন্দা হলেও, তাঁর ঠিকানা উত্তরপ্রদেশ দেওয়া হয় আদালতের কাছে। নাম নিয়েও সামান্য বিভ্রান্তির সৃষ্টি হয়। এই কারণেই, জামিনের কাগজপত্র ভুল ঠিকানায় পৌঁছতে থাকে। ফলে সেখান থেকে কোন প্রত্যুত্তর আসে না! ফলে, ২০১৮ সালে জামিনে মুক্ত হওয়ার কথা থাকলেও, বছরের পর বছর জেলেই কাটে নলিনীর। তাঁর স্থান হয়, মেদিনীপুর মহিলা সংশোধনাগারে!
এদিকে, জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা নালসা (NALSA)-র তরফে সম্প্রতি সারাদেশের ১০৪ জন বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। সেই তালিকাতে নাম ছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মহিলা সংশোধনাগারে বন্দি নলিনী চৌধুরীর নামও। অন্যদিকে, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নবনিযুক্ত সচিব সাহিদ পারভেজ গত নভেম্বর মাসের ৫ তারিখে মেদিনীপুর মহিলা সংশোধনাগারে গিয়ে নলিনী চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করার পর তাঁর প্রকৃত ঠিকানা উদ্ধার করতে সক্ষম হন। নলিনী দেবী ডিএলএসএ (DLSA)-র সচিবকে যে ঠিকানা বলেন, তা থেকে ঝাড়খণ্ডের পালামৌ জেলার একটি ঠিকানা উদ্ধার হয়। DLSA-র সচিব এই বিষয়টি মেদিনীপুর সেন্ট্রাল জেলের কারা কল্যাণ আধিকারিক অনিরুদ্ধ ঘোষকে জানান। এরপরই, পালামৌ জেলার চয়নপুর থানার মাধ্যমে এবং HAM রেডিওর সহায়তায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে নলিনী দেবীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। গত এক মাস ধরে সমস্ত বিষয়ে নিশ্চিত হওয়ার পর, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নলিনী দেবীর স্বামী লালজি চৌধুরী, ভাই, মেয়ে, জামাই সহ পরিবারের সদস্যরা মেদিনীপুর শহরে পৌঁছন। তাঁরা সমস্ত কাগজপত্র আদালতে জমা দেন। শুক্রবার (৬ ডিসেম্বর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় মেদিনীপুর মহিলা সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হলেন নলিনী দেবী। DLSA-র সচিব সাহিদ পারভেজ বলেন, “২০১৮ সালেই জামিন পেয়েছিলেন নলিনী চৌধুরী। শুধুমাত্র ঠিকানার ভুলে ৬ বছর জেলে থাকতে হল! সংশ্লিষ্ট সব পক্ষেরই এই বিষয়ে তাই আরো সচেতন হওয়া প্রয়োজন। আমরা এই মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছি। তার আগে আদালত নির্ধারিত দিনগুলিতে নলিনী চৌধুরীকে (আদালতে) হাজির করানোর কথা বলেছি পরিবারের সদস্যদের।” শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রায় ৭ বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে নলিনীর চোখে-মুখে শুধুই মুক্তির স্বাদ!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১২ ডিসেম্বর: বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: ওই এলাকার পঞ্চায়েত সদস্য সিপিআইএমের। মঙ্গলবার এরিয়া…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: শাল-মহুয়ার দেশ 'জঙ্গলমহল' পশ্চিম মেদিনীপুরের শালবনী। সেই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: তাঁর গানে মুগ্ধ শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal),…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের তথা পঞ্চায়েত…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৭ ডিসেম্বর:'রেল শহর' খড়গপুরে ফের চাঞ্চল্যকর ঘটনা! নিগৃহীত খোদ পৌরপ্রধান!…