তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন:’বিশ্ব যোগ দিবস’ (World Yoga Day) পালিত হল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। চন্দ্রকোনার ক্ষীরপাইতে ‘চিন্তামণি যৌগিক আরোগ্য নিকেতন’- এর উদ্যোগে ‘যোগ দিবস’ পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান দুর্গা শংকর পান। এছাড়াও ছিলেন, ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, ডাঃ মিলন ঘোষ, ডাঃ সঞ্জীত ঘোষ, কাউন্সিলর বীরেশ্বরপাহাড়ি সহ একাধিক ব্যক্তি। তাঁরা বলেন, যোগেই মুক্তি মানুষের। প্রাচীন ভারতের যোগাসন আজ সারা বিশ্বে সমাদৃত। যোগ শব্দের অর্থ সংযোগ, যা জীবাত্মা ও পরমাত্মা মধ্যে যোগসাধন করে। সেখান থেকেই ‘যোগ” শব্দটি এসেছে। ভারতবর্ষের পরম্পরা অনুযায়ী, মুনি-ঋষিদের এই সাধনা প্রমাণ করেছে এর মাধ্যমে শরীর-মন সুস্থ থাকে।

thebengalpost.net
ঘাটালে পালিত হল যোগ দিবস :

thebengalpost.net
জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার তরফে পালিত হল- বিশ্ব যোগ দিবস:

এদিকে, মেদিনীপুর শহর থেকে শুরু করে জঙ্গলমহল শালবনী- বিভিন্ন ক্লাব, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানেও পালিত হল, আন্তর্জাতিক যোগ দিবস। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার তরফে শহর মেদিনীপুরে পালিত হল, বিশ্ব যোগ দিবস। উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র এবং মহাকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ প্রমুখ। অপরদিকে, শালবনীর সাতপাটিতে নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে যোগ দিবস পালন করা হয়। মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের এন.এস.এস- এর তরফে পালিত হয় যোগ দিবস। কয়েকশো ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। জঙ্গলমহল শালবনীর মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠেও পালিত হল, বিশ্ব যোগ দিবস। যেহেতু বিদ্যালয়ে চলছে গ্রীষ্মাবকাশ। তাই, ছাত্রাবাসের শতাধিক ছাত্রকে নিয়েই যোগ দিবস পালিত হয়। সবুজ ঘাসের গালিচা পাতা বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার ছাত্ররা যোগ ব্যায়াম করান। ছাত্রাবাসের দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকারাই এদিনের যোগ দিবস পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া। তিনি এও জানিয়েছেন, “আমাদের বিদ্যালয়ের ছাত্রাবাসে প্রতিদিনই সন্ধ্যায় প্রার্থনার পর মেডিটেশন করানো হয় ছাত্রদের। সাদা ধুতি পাঞ্জাবি পরে ছাত্ররা এতে অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের আচরণগত ও মানসিক বিকাশ হয় বলে আমাদের ধারণা। আর, অন্যান্য বছরগুলোর মতো বর্তমান বছরেও আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছি। বর্তমান সময়ে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে এই যোগ-ব্যায়ামের গুরুত্ব অপরিসীম।”

thebengalpost.net
মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে পালিত হল যোগ দিবস :

thebengalpost.net
রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের যোগ দিবস পালন: