দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: “একটা করে বাড়ছে দিন, তিলোত্তমা বিচারহীন/ থামবে না এ ক্ষোভের ঝড়, জাস্টিস ফর আরজিকর!” ঐতিহ্য, সংস্কৃতি, বিপ্লব আর সংগ্রামের শহর মেদিনীপুরে অনুষ্ঠিত ডাক্তারি পড়ুয়া ও চিকিৎসকদের ‘গণমিছিল’ থেকে উঠল এমনই স্লোগান। অভয়া বা তিলোত্তমার বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের আহ্বানে অনুষ্ঠিত মহামিছিলে যোগ দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্ট এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরাও। শুধু তাই নয় নার্স, স্বাস্থ্যকর্মী থেকে অসংখ্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে এদিনের (৩ সেপ্টেম্বর) এই প্রতিবাদ মিছিল বাস্তবিকই এক গণমিছিলের রূপ নেয়।
মিছিল শেষে শহরের প্রাণকেন্দ্র কালেক্টরেট চত্বর অবরোধ করে ‘মানববন্ধন’ ও ‘অবস্থান’ কর্মসূচি পালন করেন জুনিয়র চিকিৎসকেরা। হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এবং কন্ঠে অরিজিৎ সিং-এর “আর কবে” গান ধরে প্রতিবাদের ঝড় তোলেন ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের সঙ্গে ছিলেন সিনিয়র চিকিৎসক থেকে নার্স, স্বাস্থ্যকর্মী সহ শহরের সচেতন নাগরিকরাও। ‘প্রতিবাদী’ জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন, “২৫ দিন হয়ে গেল, এখনও বিচার পায়নি অভয়া (বা, তিলোত্তমা)! সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন আর্থিক দুর্নীতির তদন্তে। কবে আমাদের ‘দিদি’ বিচার পাবেন?” তবে, তাঁদের এই আন্দোলনকে এক সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য আপামর সাধারণ মানুষকে ধন্যবাদ জানান জুনিয়র চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা। একইসঙ্গে, যাঁরা এখনও পথে নামেন নি, তাঁদের উদ্দেশ্যে অরিজিতের গানের সুরেই ‘প্রতিবাদী’ জুনিয়র চিকিৎসকেরা গাইলেন, “আর কবে আর কবে কন্ঠ শক্তি পাবে/ আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে/ আর কবে আর কবে সিক্ত হবে এ হৃদয়/ আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে!” সেই সঙ্গেই প্রতিবাদীদের সংযোজন, “আর কবে, আর কবে, আর কবে অভয়া বিচার পাবে?”