দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: পূর্ব ঘোষণা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের কংসাবতী নদী তীরবর্তী ‘গান্ধী ঘাট’ কে কেন্দ্র করে গড়ে ওঠা ‘রিভার ভিউ পয়েন্ট’ আর ‘সেলফি জোন’ এর উদ্বোধন হল শুক্রবার, ৩১ ডিসেম্বর। উদ্বোধন করলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা, বিধায়ক ও এমকেডিএ চেয়ারম্যান দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন সৌমেন খান, বিশিষ্ট সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক সুজয় হাজরা এবং পৌরসভা ও প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য যে, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে গান্ধী ঘাট-কে কেন্দ্র করে এই সৌন্দর্যায়নের কাজটি সম্পন্ন করা হয়েছে।

thebengalpost.net
সেলফি জোনের উদ্বোধন :

thebengalpost.net
মেদিনীপুরের সেলফি জোন ও রিভার পয়েন্ট ভিউ :

মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া’র উৎসাহে ও পরামর্শে, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় মেদিনীপুর শহরকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। সেই কর্মসূচিরই অন্যতম নিদর্শন গান্ধী ঘাটের এই ‘আই লাভ মিডনাপুর’ (I Love MIDNPAORE) নামাঙ্কিত সৌন্দর্যায়ন ক্ষেত্রটি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মেদিনীপুর পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলাশাসক ডঃ রশ্মি কমল বলেন, “গান্ধী ঘাটকে নিয়ে আমাদের আরও পরিকল্পনা আছে। এছাড়াও, কংসাবতী নদীর অপর প্রান্তে ‘সূর্যাস্তের হাট’-কে নিয়েও পরিকল্পনা আছে‌। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি।”

thebengalpost.net
মেদিনীপুরে Selfie Zone এর উদ্বোধন :