দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: তাঁর গানে মুগ্ধ শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), বিশাল দাদলানি (Vishal Dadlani) থেকে বাদশা (Badshah); ইন্ডিয়ান আইডল (Indian Idol)-র বিচারকমণ্ডলী। তাঁর জীবনযুদ্ধের কাহিনী শুনে কান্না ধরে রাখতে পারেন না ‘কোকিল কন্ঠী’ শ্রেয়া! তাঁকে পাকার বাড়ি ‘উপহার’ দিতে চান ‘ভারতীয় র্যাপার’ বাদশা (আদিত্য প্রতীক সিং)। এই মুহূর্তে দেশের তাবড় সংগীত দুনিয়া তাঁর গানের ভেলায় ভেসে বেড়াচ্ছেন। তিনি সর্বভারতীয় রিয়েলেটি শো ‘ইন্ডিয়ান আইডল’-র অন্যতম প্রতিদ্বন্দ্বী শুভজিৎ চক্রবর্তী (Subhajit Chakraborty)। এক সাধারণ ‘পানওয়ালা’ থেকে ‘গানওয়ালা’ হয়ে ওঠার পথে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের প্রত্যন্ত চাঙ্গুয়াল গ্রামের বাসিন্দা, বছর ২৫’র শুভজিৎ-কে অবশ্য কম লড়াই করতে হয়নি!
খড়্গপুর গ্রামীণের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম শুভজিতের। তাঁর বাবা কৃষ্ণদাস চক্রবর্তী গানের শিক্ষক। গানের টিউশন করেই চলে সংসার। মা বন্দিতা চক্রবর্তী গৃহবধূ। একসময় তাঁরা (শুভজিতের বাবা ও মা) যাত্রাপালার সঙ্গেও যুক্ত ছিলেন। ছোট থেকেই অবশ্য গানের প্রতি আগ্রহ ছিল শুভজিতের। শৈশবেই স্টেজে উঠে গান করেছেন। গানের হাতেখড়ি হয় বাবার হাত ধরেই। বাবার কাছ থেকেই আধুনিক গানের পাশাপাশি লোকসঙ্গীতের তালিম নিতেন তিনি। পরবর্তী সময়ে সংসারে অভাব থাকলেও গানের প্রতি তাঁর ভালোবাসা অটুট থেকেছে। পরে কৃষ্ণদাস বাবু একটি বাউলের দল প্রতিষ্ঠা করেন। সেই দলেও গান গাইতেন শুভজিৎ। কিন্তু, করোনা পরিস্থিতির সময় সমস্যায় পড়ে গিয়েছিল গোটা পরিবার। গানের টিউশন বন্ধ হয়ে যাওয়ায় শুরু হয় আর্থিক সংকট!
এরপরই পানের দোকান খুলে ব্যবসা শুরু করে চক্রবর্তী পরিবার। সেই সময় দোকানেও বসতেন শুভজিৎ ও তাঁর মা। পানের দোকানে বসেই গলা ছেড়ে গান গাইতেন শুভজিৎ। প্রতিবেশীরাও দোকানে ভিড় জমাতেন গান শোনার জন্য। এতে বিক্রির পরিমাণও বাড়ত বলে দাবি পরিবারের সদস্যদের। বর্তমানে শুভজিতের গানের ফ্যান হয়ে গিয়েছেন শ্রেয়া ঘোষাল থেকে বাদশা। সর্বভারতীয় রিয়েলিটি শো’তে ‘প্রথম ১৫’ জনের মধ্যে তিনি আছেন। দেশজুড়ে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে। এতেই চাঙ্গুয়ালের মাটির বাড়ি আজ আলোকিত হয়ে উঠেছে। খুশি গ্রামের বাসিন্দারাও। পানওয়ালা থেকে গানওয়ালা হয়ে ওঠা শুভজিৎ-কে নিয়েই এখন আলোচনা চলছে গ্রামের বাজারের চায়ের দোকান থেকে মিষ্টির দোকানে। গ্রামবাসীরা আশা করছেন, শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়েই বাড়ি ফিরবেন ‘গানওয়ালা’ শুভজিৎ!