দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: অবশেষে মেদিনীপুরে উড়ল ‘সু-জয়’ নিশান! প্রায় ৩৪ হাজার (৩৩,৯৯৬) ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। জয়ের দিনে সুজয়-কে অভিনন্দিত করতে কলকাতা থেকে ছুটে এলেন সাংসদ জুন মালিয়া! আর, ‘দাদার জয়ে’ উচ্ছ্বসিত সুজয়-অনুগামীরা বললেন, “জীববিজ্ঞানের ভাষায় একেই বোধহয় বলে ‘যোগ্যতমের উদবর্তন’!” ভোট ম্যানেজার থেকে জেলা সভাপতি হয়ে এবার বিধায়ক। উত্থানটা স্বপ্নের মতো মনে হলেও, এর পেছনে আছে সুদীর্ঘ পরিশ্রম, ধৈর্য্য, নিষ্ঠা আর সর্বোপরি মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতা। এমনটাই মনে করছেন সুজয়-ঘনিষ্ঠরা। ভোটের (১৩ নভেম্বর) দিনকয়েক আগে শহরের সচেতন নাগরিকদের নিয়ে আয়োজিত একটি বৈঠকে সুজয় শোনাচ্ছিলেন, “আমিই বোধহয় সেই সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান (হাসতে হাসতে), আপনারা যেটা খুশি বলতে পারেন; সবথেকে বেশি সময় ধরে (২০০২-২০১৬) যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলাম। ১৪ বছর ধরে আমার প্রমোশনও হয়নি, আবার ডিমোশনও হয়নি! আবার ঠিক একইভাবে, ২০১৬ সালে জেলা (পশ্চিম মেদিনীপুর) তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হওয়ার পর, জেলা সভাপতি হওয়ার (১৬ আগস্ট, ২০২১) আগের দিন পর্যন্ত ওই পদেই ছিলাম।” বিস্তীর্ণ এই সময়কালের (২০০২-২০২১) মধ্যে অবশ্য ‘ভোট-ম্যানেজার’ হিসেবে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন বাণিজ্য শাখার (কমার্সের) ছাত্র সুজয়। মেদিনীপুর পৌরসভার প্রয়াত পৌরমাতা গৌরী ঘোষ থেকে প্রয়াত বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি- ভোট ম্যানেজার হিসেবে বারবার সফল হয়েছেন সুজয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুর বিধানসভার প্রার্থী হিসেবেও এই ভূমিপুত্রের নাম ভাসছিল ইতিউতি! যদিও, মেদিনীপুরে গোষ্ঠী কোন্দলের ‘আভাস’ পেয়ে অভিনয় জগত থেকে জুন-কে লড়াই করার জন্য পাঠিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশ সালেও জুন-কে ‘জয়ী’ করার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন সুজয়-বিশ্বনাথ (পাণ্ডব) জুটি।
পুরস্কার স্বরূপ ২০২১ সালের ১৬ আগস্ট, তৃণমূলের খেলা দিবসের দিন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে অভিষেক-ঘনিষ্ঠ সুজয়ের নাম ঘোষণা করা হয়। সফল ছাত্রনেতা থেকে ভোট ম্যানেজার- নিজের সুদীর্ঘ অভিজ্ঞতা আর তার সঙ্গে পরিশ্রম, ধৈর্য্য আর নিষ্ঠাকে কাজে লাগিয়ে সংগঠনকে মজবুত করার কাজ শুরু করে দেন সুজয়। তাঁর কাজে দলের ‘সেনাপতি’ তথা ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায় বার বার সন্তোষ প্রকাশ করলেও; জুন-কাঁটায় মাঝেমধ্যেই বিদ্ধ হতে হয়েছে তাঁকে! মাঝেমধ্যেই শুনতে হয়েছে নেত্রীর ধমক। তবে, মাটি কামড়ে পড়ে থেকেছেন সুজয়; কখনও মেরুদন্ড বাঁকা করেননি! অবশেষে, লোকসভা নির্বাচনে ‘প্রিয়’ জুনকে প্রার্থী করে, সুজয়ের ঘাড়েই জেতানোর ‘গুরুদায়িত্ব’ চাপান দলনেত্রী। ‘ভরসা’ করেন অভিষেকও। নিজেকে উজাড় করে দেন সুজয়। ‘কঠিন’ মেদিনীপুর আসনে লড়াকু অগ্নিমিত্রাকে (বিজেপি-র অগ্নিমিত্রা পল) প্রায় ২৮ হাজার ভোটে হারিয়ে ‘জয়ী’ হন জুন। নেত্রী আর সেনাপতির ভরসার মর্যাদা রেখে প্রশংসিত হন সুজয়! ‘পাকা’ হয়ে যায় বিধায়ক-টিকিটও। সেই লড়াইয়েও অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে জয়ী হলেন সুজয়! দীর্ঘদিনের রাজনৈতিক-অভিভাবক (যদিও, শেষ সময়ে কিছু বিষয়ে মতান্তরের কথা শোনা যায়) মৃগেন্দ্রনাথ মাইতির ‘রেকর্ড’ (প্রায় ৩৩ হাজার) ভেঙে প্রায় ৩৪ হাজার (৩৩,৯৯৬) ভোটে শনিবার (২৩ নভেম্বর) জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মেদিনীপুরের ‘ঘরের ছেলে’ সুজয় হাজরা।
গ্রামের ১৪৬টি বুথে সুজয়ের লিড প্রায় ২১ হাজার (শালবনীতে ১৩ হাজার ও মেদিনীপুর গ্রামীণে ৮ হাজার)। আর, শহরের ১৫৮টি বুথে লিড প্রায় ১৩ হাজার। মেদিনীপুর পৌরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে জয়ী হয়েছেন তিনি। আর, ৭টিতে (৪,৬,৭,৮,১০,২০,২৪) জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। নিজেদের ওয়ার্ডে দু’জনই জয়ী হয়েছেন। শুভজিৎ নিজের ওয়ার্ডে জয়ী হয়েছেন ১৭২ ভোটে। আর, সুজয় তাঁর নিজের ওয়ার্ডে (কাউন্সিলর তাঁর স্ত্রী মৌসুমী হাজরা) জয়ী হয়েছেন ‘রেকর্ড’ ১৯৪০ ভোটে। শনিবার সন্ধ্যায় দলের জেলা কার্যালয়ে পৌঁছে সুজয়কে শুভেচ্ছা আর অভিনন্দন জানালেন সাংসদ জুন মালিয়া। সঙ্গে ছিলেন সৌমেন খান, নেপাল সিংহ, সন্দীপ সিংহরাও। অন্যদিকে, জেতার পর সুজয় সাংবাদিকদের বলেন, বিধায়ক হিসেবে প্রাধান্য দেবেন মেদিনীপুর গ্রামীণের নদী ভাঙন আর শহরের যানজট সমস্যা মোকাবিলায়। এছাড়াও, বিধানসভা এলাকায় একটি সরকার পোষিত ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলা সহ এলাকার উন্নয়নে একাধিক অঙ্গীকার করেছেন তিনি। সুজয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভজিৎ বলেন, “ছাব্বিশে লড়াই হবে চোখে চোখ রেখে!” সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই (ভোট পেয়েছেন প্রায় ১১ হাজার) আর কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ (ভোট পেয়েছেন প্রায় ৪ হাজার) বলেন, “পেশি শক্তি আর অর্থ শক্তির কাছে হেরে গেছি!” তাঁদের আরও দাবি, “উপনির্বাচন বলেই শাসকদলের জয়জয়কার!” মুচকি হেসে সুজয় শুনিয়েছেন, “ছাব্বিশে ব্যবধান আরও বাড়বে!”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৩ নভেম্বর: নৈহাটি, সিতাই, হাড়োয়া, মাদারিহাট, তালডাংরা এবং মেদিনীপুর- বিধানসভা উপনির্বাচনে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…