দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: অবৈধ বালি কান্ডে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। গতকাল (৩ জুলাই) থেকে নজিরবিহীন তৎপরতা গ্রহণ করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে। শুধু একদিনের মধ্যেই অবৈধভাবে বালি উত্তোলন ও মজুত করার অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। শুধু তাই নয়, ২ টি বালি খননের মেশিন, ১ টি জেসিবি, ৩৪ টি ট্রাক ও ট্রাক্টর এবং ১০ টি ওভারলোডেড গাড়ি আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। সর্বোপরি, অবৈধ বালি পাচার রুখতে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৫ টি নাকা চেকপোস্ট করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। ২৪ ঘন্টাই থাকছেন পুলিশ কর্মীরা। লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নজরদারি থাকছে জেলা পুলিশের কার্যালয় থেকেও। গতকাল এক রাতেই ওই ৫ টি নাকা থেকে মোট ১০ টি ওভারলোডেড গাড়ি আটক করা হয়েছে বলে জানা গেছে জেলা পুলিশ সূত্রে।

thebengalpost.in
নাকা চেকিং :

thebengalpost.in
কড়া পদক্ষেপ জেলা পুলিশের :

উল্লেখ্য যে, সম্প্রতি রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া কড়া হুমকি দিয়েছিলেন, অবৈধ বালি কারবারীদের বিরুদ্ধে। তার মাত্র ২-৩ দিনের মধ্যেই নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অবৈধ বালি পাচার রুখতে পশ্চিম মেদিনীপুর জেলার যে ৫ টি জায়গায় “নাকা পয়েন্ট” করা হয়েছে সেগুলির মধ্যে অন্যতম- শালবনী থানার চিংড়িশোল এলাকা। শনিবার রাতে ওই নাকাতে ৮ টি ওভারলোডেড ও বৈধ কাগজপত্র বিহীন ট্রাক আটক করা হয়েছে বলে শালবনী থানা সূত্রে জানা গেছে। এছাড়াও, গুড়গুড়িপাল, কোতোয়ালী, গড়বেতা এবং দাঁতন থানায় আরও ৪ টি নাকা পয়েন্ট করা হয়েছে বলে জানা গেছে। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার স্পষ্ট বার্তা দিয়েছেন, “অবৈধভাবে বালি উত্তোলন ও বালি মজুত করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বেআইনিভাবে যেখানে সেখানে বালি মজুত কারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরকম ২৬ টি কেস দায়ের করা হয়েছে জেলায়।” প্রসঙ্গত, গতকালই বেঙ্গল পোস্টের (thebengalpost.net) পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় অবৈধভাবে বালি মজুত করার বিরুদ্ধে খবর করা হয়েছিল!

thebengalpost.in
জেলায় মোট ৫ টি নাকা চেকপোস্ট :