মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: ‘শিক্ষারত্ন ২০২২’ (Shiksharatna 2022) সম্মানে বিভূষিত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার তিন শিক্ষক। আজ, সোমবার (৫ সেপ্টেম্বর), ‘শিক্ষক দিবস’- এর দিন পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেটের ওল্ড কনফারেন্স হলে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হল। রাজ্য সরকারের মূল অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের শিক্ষকদের হাতে ‘শিক্ষারত্ন’ পুরস্কার তুলে দেন জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত ও শিক্ষা) কুহুক ভূষণ প্রমুখ। এবার, পশ্চিম মেদিনীপুর জেলায় ‘শিক্ষারত্ন’ (Shiksharatna) পুরস্কার পেলেন, যথাক্রমে- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব (Anthropology) বিভাগের অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শরীরবিদ্যা (Physiology) বিভাগের অধ্যাপক ড. দেবীদাস ঘোষ (বর্তমানে, বায়োমেডিক্যাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এবং শালবনী উচ্চ বিদ্যালয়ের জীববিদ্যার (Biology) শিক্ষিকা আল্পনা দেবনাথ বসু।
প্রসঙ্গত উল্লেখ্য, এবার উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপক এবং মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে শালবনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত হয়েছেন; তবে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এবার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ‘শিক্ষারত্ন’ পুরস্কারের জন্য বিবেচিত হননি কেউ। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের স্বনামধন্য অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি (Santali) বিষয়ের অধীন ‘Centre for Adivasi Studies and Museum’-টি একদিকে যেমন সমৃদ্ধশালী হয়ে উঠেছে; ঠিক তেমনই জার্মানির নুরেমবার্গ মিউজিক বিশ্ববিদ্যালয় এই মিউজিয়ামটির প্রতি উৎসাহ প্রকাশ করে যৌথ পাঠদান প্রক্রিয়ায় সম্মতি প্রকাশ করেছে সম্প্রতি। অপরদিকে, ফিজিওলজি বা শরীরবিদ্যা বিভাগের প্রথিতযশা অধ্যাপক ড. দেবীদাস ঘোষ বর্তমানে বায়োমেডিক্যাল বিভাগের দায়িত্ব-ও কৃতিত্বের সাথে পালন করে চলেছেন। তাই, রাজ্য সরকারের পক্ষ থেকে সুযোগ্য এই দুই অধ্যাপককে ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত করায়, উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপরদিকে, শিক্ষা দীক্ষা, শিল্পভাবনা ও সমাজসেবায় সম্পৃক্ত বর্ষীয়ান শিক্ষিকা আল্পনা দেবনাথ বসু’র হাতে ‘শিক্ষারত্ন’ পুরস্কার তুলে দেওয়ায় খুশি আপামর শালবনী ও মেদিনীপুর বাসী।