তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৬ এপ্রিল:গত ১৪ এপ্রিল তিনি বেঙ্গল পোস্টের প্রতিনিধিকে জানিয়েছিলেন, “বন্ধ হয়ে যাওয়া মা ক্যান্টিন ফের চালু করব। সাধারণ মানুষ পুনরায় ৫ টাকায় ডিম, ভাত, তরকারি পাবেন।” সেই কথা রাখলেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান। বন্ধ হয়ে যাওয়া ‘মা ক্যান্টিন’ সোমবার (২৫ এপ্রিল) থেকে পুনরায় খুলে দেওয়া হল, সর্বসাধারণের জন্য।‌ খোদ চেয়ারম্যান নিজের হাতে দুপুরের খাবার পরিবেশন করলেন। তাঁর সঙ্গে ছিলেন, ভাইস চেয়ারম্যান আল্পনা রানী পাত্র সহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার আধিকারিকরাও। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১৬ মার্চ (২০২২) ক্ষীরপাই পৌরসভার দায়িত্ব নিয়েছেন দুর্গাশঙ্কর পানের পৌরবোর্ড। তার আগে‌ দীর্ঘসময় পৌর প্রশাসকমণ্ডলী’র হাতে ছিল পৌরসভা পরিচালনার ক্ষমতা। নবনির্বাচিত পৌরবোর্ডের চেয়ারম্যান হিসেবে ফের দায়িত্ব নিয়েই অভিজ্ঞ দুর্গাশঙ্কর পৌরসভায় বন্ধ হয়ে যাওয়া ‘মা ক্যান্টিন’ পুনরায় চালু করে ক্ষীরপাইবাসীর মন জিতলেন নিঃসন্দেহে।

thebengalpost.net
পুনরায় চালু হল‌ ‘মা ক্যান্টিন’ :

উল্লেখ্য যে, দরিদ্র সাধারণ মানুষকে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার খাওয়ানোর উদ্দেশ্যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে শুরু করেছিলেন, তাঁর স্বপ্নের প্রকল্প “মা ক্যান্টিন”। রাজ্যের বিভিন্ন পৌরসভা এলাকাতেই ধাপে ধাপে শুরু হয়েছে এই স্বল্পমূল্যের সরকারি ক্যান্টিন। ঢাকঢোল পিটিয়ে ঘাটাল মহকুমার ক্ষীরপাই পৌরসভাতেও মা ক্যান্টিনের উদ্বোধন করা হয় পৌরসভা নির্বাচনের প্রাক্কালে, গত ২৮ ডিসেম্বর (২০২১)। তবে, কিছুদিন চলার পরই ত বন্ধ হয়ে যায়! এনিয়েই বিরোধীরা সরব হয়েছিলেন, তবে কি ভোটের আগে ‘চমক’ দিতেই মহকুমাশাসক (সুমন বিশ্বাস) ও বিধায়কের (চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া) উপস্থিতিতে মা ক্যান্টিন উদ্বোধন করা হয়েছিল! গত ১৪ এপ্রিল এই বিষয়ক সংবাদ প্রকাশিত হয়েছিল বেঙ্গল পোস্ট সহ বিভিন্ন সংবাদমাধ্যমে। তখনই বর্তমান চেয়ারম্যান দুর্গাশঙ্কর জানান, দ্রুত মা ক্যান্টিন চালু করা হবে। সেই কথা রাখলেন তিনি। সোমবার থেকে ক্ষীরপাই পৌরসভায় পুনরায় চালু হল ‘মা ক্যান্টিন’; যেখানে মাত্র ৫ টাকায় পৌরসভায় বিভিন্ন কাজের সূত্রে আসা দরিদ্র জনসাধারণের দুপুরের পাতে তুলে দেওয়া হবে ডিমের ঝোল, ভাত, তরকারি প্রভৃতি।

thebengalpost.net
ক্ষীরপাই পৌরসভায় পুনরায় চালু হল বন্ধ হয়ে যাওয়া ‘মা ক্যান্টিন’ :