দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: গুলাব আছড়ে পড়ার আগেই বিপদ মুক্ত করা হল- আইআইটি খড়্গপুর সংলগ্ন উড়ালপুল। এই ওভারব্রিজ বা উড়ালপুলের উপর অবিন্যস্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুতের তার এবং বাতিস্তম্ভের নিচে খোলা অবস্থায় থাকা বিদ্যুতের বাক্স ঢেকে দেওয়া হল। সৌজন্যে খড়্গপুর পৌরসভা। তবে, এই বিষয়ে গত ১২ আগস্ট (২০২১) বেঙ্গল পোস্ট ডিজিটাল মাধ্যম সহ বেশকিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। ব্রিজের উপর থাকা বৈদ্যুতিক খুঁটি বা বাতিস্তম্ভ থেকে এলোমেলো-অবিন্যস্ত ভাবে বেরিয়ে এসেছিল বিদ্যুতের তার, ঝুলছিল বিপজ্জনক ভাবে। শুধু তাই নয়, বাতিস্তম্ভের নীচে থাকা বৈদ্যুতিক-বাক্স বা মিটার বাক্স খোলা অবস্থায় পড়ে ছিল গত কয়েক মাস ধরে। পথচারীদের অভিযোগ ছিল, যেন এক মারণ ফাঁদ পেতে রাখা হয়েছে! বিষয়টি পৌরসভার নজরে আনতে, খবর করেছিলাম আমরা। প্রায় দেড় মাস পরে নড়েচড়ে বসলো খড়্গপুর পৌরসভা! সোমবার ঢেকে দেওয়া হল- খোলা অবস্থায় থাকা বিপজ্জনক বিদ্যুতের বাক্স এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা তারগুলি।
প্রসঙ্গত, এই উড়ালপুল তৎকালীন সিপিআই সংসদ প্রবোধ পান্ডার আমলে তৈরি হয়েছিল। উড়ালপুলের সৌন্দর্যায়নের দায়িত্বে ছিল খড়্গপুর পৌরসভা। নীল-সাদা রং এবং রাতে মোহনীয় নীল-সাদা আলোয় সেজে ওঠে এই ওভারব্রিজ। তবে, প্রতিমুহূর্তে বিপদের হাতছানিও ছিল! সাধারণ পথচারী থেকে সিপিআই নেতা বিপ্লব ভট্ট দাবি করেছিলেন, “এই বিষয়টির দিকে অবিলম্বে নজর দিক খড়্গপুর পৌরসভা।” গত ১২ আগস্ট আমরা তা তুলে ধরেছিলাম। অবশেষে, সেই কাজ হল! খুশি এলাকাবাসী।