Winter

Midnapore Weather: সংক্রান্তির আগেই শীতের ছুটি, কুয়াশায় ঢাকলো মেদিনীপুর-খড়্গপুর-ঝাড়গ্রাম! স্বমহিমায় শীত ফিরতে ফিরতে সোম-মঙ্গল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৩ জানুয়ারি: আপাতত ছুটিতে শীত! বাঙালির পিঠে উৎসব (পৌষ পার্বণ) বা মকর সংক্রান্তি অবধি লম্বা ছুটি। তারপর ধীরে ধীরে স্বমহিমায় শুরু হতে পারে শীতের দ্বিতীয় ইনিংস। আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আগামী রবিবার (১৫ জানুয়ারি) অর্থাৎ মকর সংক্রান্তির দিন পর্যন্ত তাপমাত্রা বাড়বে। কমবে শীত। শীতল উত্তুরে হাওয়ার পরিবর্তে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হাওয়ার প্রভাবে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গ থেকে আপাতত কনকনানি ঠান্ডা বিদায় নেবে। বৃষ্টি না হলেও, কুয়াশার দাপট থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। তবে, সোমবার (১৬ জানুয়ারি) থেকে পুনরায় শীত ফিরবে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে মঙ্গলবার বা তার পরই ফের দাপটে শুরু হতে পারে শীতের দ্বিতীয় ইনিংস! এমনটাই মত আলিপুর আবহাওয়া দফতরের।

শহর ঢেকেছে কুয়াশায় (ভোর ৫ টা’র ছবি, ছবিঋণ- এস. মন্ডল):

এদিকে, শুক্রবার সকাল থেকেই মুখ ভার জেলা শহর মেদিনীপুরের! কুয়াশায় ঢেকেছে দীঘা-কাঁথি-খড়্গপুর-ঝাড়গ্রামও। মেঘলা আবহাওয়ায় শীতও এক ধাক্কায় বেশ খানিকটা কমল। আগামী ২-৩ দিনে ঠান্ডা আরও কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রিরও বেশি বেড়েছে। মেঘলা আকাশ তথা পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের দাপট কমেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উল্লেখ্য যে, তাপমাত্রা সামান্য বাড়লেও বৃহস্পতিবার অবধি ভালোই শীত অনুভব করেছেন মেদিনীপুর-ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.০৬ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপটও ছিল। স্বাভাবিক ছিল গড় তাপমাত্রাও- ১৭.১২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ও বুধবারও কাছাকাছি এরকম তাপমাত্রাই ছিল। যদিও, শনি-রবি (৭-৮ জানুয়ারি)-তে রেকর্ড পারদ পতনের (৬.৫ ডিগ্রি) পর থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে অবশ্য তাপমাত্রার ওঠানামা তেমন লক্ষ্য করা যায়নি। আগামীকাল অর্থাৎ শনিবার এবং রোববার (পৌষ সংক্রান্তি) দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি এবং কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে, উত্তরবঙ্গে দু’এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে‌। দক্ষিণবঙ্গে অবশ্য সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও, আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির কোন পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর।

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

9 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

11 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago