দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৩ জানুয়ারি: আপাতত ছুটিতে শীত! বাঙালির পিঠে উৎসব (পৌষ পার্বণ) বা মকর সংক্রান্তি অবধি লম্বা ছুটি। তারপর ধীরে ধীরে স্বমহিমায় শুরু হতে পারে শীতের দ্বিতীয় ইনিংস। আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আগামী রবিবার (১৫ জানুয়ারি) অর্থাৎ মকর সংক্রান্তির দিন পর্যন্ত তাপমাত্রা বাড়বে। কমবে শীত। শীতল উত্তুরে হাওয়ার পরিবর্তে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হাওয়ার প্রভাবে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গ থেকে আপাতত কনকনানি ঠান্ডা বিদায় নেবে। বৃষ্টি না হলেও, কুয়াশার দাপট থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। তবে, সোমবার (১৬ জানুয়ারি) থেকে পুনরায় শীত ফিরবে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে মঙ্গলবার বা তার পরই ফের দাপটে শুরু হতে পারে শীতের দ্বিতীয় ইনিংস! এমনটাই মত আলিপুর আবহাওয়া দফতরের।
এদিকে, শুক্রবার সকাল থেকেই মুখ ভার জেলা শহর মেদিনীপুরের! কুয়াশায় ঢেকেছে দীঘা-কাঁথি-খড়্গপুর-ঝাড়গ্রামও। মেঘলা আবহাওয়ায় শীতও এক ধাক্কায় বেশ খানিকটা কমল। আগামী ২-৩ দিনে ঠান্ডা আরও কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রিরও বেশি বেড়েছে। মেঘলা আকাশ তথা পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের দাপট কমেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উল্লেখ্য যে, তাপমাত্রা সামান্য বাড়লেও বৃহস্পতিবার অবধি ভালোই শীত অনুভব করেছেন মেদিনীপুর-ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.০৬ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপটও ছিল। স্বাভাবিক ছিল গড় তাপমাত্রাও- ১৭.১২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ও বুধবারও কাছাকাছি এরকম তাপমাত্রাই ছিল। যদিও, শনি-রবি (৭-৮ জানুয়ারি)-তে রেকর্ড পারদ পতনের (৬.৫ ডিগ্রি) পর থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে অবশ্য তাপমাত্রার ওঠানামা তেমন লক্ষ্য করা যায়নি। আগামীকাল অর্থাৎ শনিবার এবং রোববার (পৌষ সংক্রান্তি) দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি এবং কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে, উত্তরবঙ্গে দু’এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে অবশ্য সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও, আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির কোন পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর।