দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: ডিসেম্বরের ১১-তেই জেলা শহর মেদিনীপুর সহ সংলগ্ন জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে তাপমাত্রা ১০ (১০ ডিগ্রি সেলসিয়াস) এর নিচে! সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেদিনীপুর শহর সহ জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮৮ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ১৬.৬০ ডিগ্রি। অন্যদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সোমবার বিকেল নাগাদ জানা গেছে, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের জেলাগুলিতে গত চব্বিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১০ থেকে ১১ ডিগ্রির আশেপাশেই। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে।
আগামী ৩-৪ দিনও এমনই শীত অনুভব করতে চলেছেন জঙ্গলমহল সহ সমগ্র দক্ষিণবঙ্গবাসী এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গ কাঁপছে ৫ ডিগ্রিতে। সেখানে তুষারপাতের প্রবল সম্ভবনা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্তভাবে শীলা বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। তবে, বুধবার উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, নতুন করে নিম্নচাপ, ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি না হলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গবাসী এমনই ‘দমদার’ শীত অনুভব করবেন বলেও হাওয়া অফিস জানিয়েছে।