দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: অবশেষে শীতের ঝোড়ো ইনিংস শুরু উত্তর থেকে দক্ষিণ বঙ্গে! নিম্নচাপ কেটে গিয়ে উত্তুরে হিমেল হাওয়া আবার বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পারদ পতন শুরু হয়েছিল! শুক্রবার আরও জাঁকিয়ে পড়লো শীত। পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম কাঁপছে ১০ ডিগ্রি ঠাণ্ডায়। কলকাতায় আজ (শুক্রবার) ছিল শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি! আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহবিদরা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তেই কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। এদিকে চলতি মরশুমে প্রথম বারের জন্য ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল ডুয়ার্স। তাপমাত্রার পারদ নামল ১২-১৩ ডিগ্রিতে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও আলো জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। আগুন পোহাতে দেখা যাচ্ছে রাস্তার ধারে। ভিড় চায়ের দোকানগুলোতে। শীতের আমেজ পেয়ে খুশি ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকেরা।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর-খড়্গপুর সহ সংলগ্ন এলাকাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫৭ ডিগ্রি। গড় তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রির আশেপাশে। বৃহস্পতিবার যা ছিল যথাক্রমে- ১২.৬৭ ও ২০.১৫ ডিগ্রি। অপরদিকে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।