দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৫ জানুয়ারি: পরপর তিনদিন ‘শীতলতম’ জানুয়ারি উপভোগ করলেন বঙ্গবাসী! কলকাতা থেকে কাঁথি, উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল সর্বত্র কনকনে ঠান্ডা। পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত দু’দিন মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে- ৯.৭ ডিগ্রি ও ৮.৬৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই, লালগড়, পুরুলিয়া, শালবনী, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের তাপমাত্রা যে আরও কম ছিল তা বলাই বাহুল্য! তবে, এই মরশুমের শীতলতম দিন এখনও অবধি ২০ ডিসেম্বরই ছিল, ওই দিন মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৯০ ডিগ্রি সেলসিয়াস। তবে, আরও তিনদিন এভাবেই দক্ষিণবঙ্গ বিশেষত জঙ্গলমহলের আকাশ থাকবে পরিষ্কার। সকাল সন্ধ্যায় কনকনে ঠান্ডা আর দুপুরে কড়া রোদ, আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে, কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় রাতে ১ থেকে ২ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ এমনটাই খবর হাওয়া দফতর সূত্রে। বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। আপাতত আগামি ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস নেই।
অপরদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহেই পরপর দু’টো পশ্চিমী ঝঞ্জা উত্তর-পশ্চিম ভারতের প্রবেশ করবে, তাই উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বাধা পাবে, তার জন্যই তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গেও। আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তার আগে অবশ্য আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, ফের পশ্চিমী ঝঞ্ঝা বা বৃষ্টির পূর্বাভাসে নতুন করে দুঃশ্চিন্তার কালো মেঘ দেখা দিয়েছে চাষিদের মধ্যে! বারবার বৃষ্টি আর আবহাওয়া বদলের জন্য অবশ্য বিশ্ব উষ্ণায়ন আর গ্রীন হাউস এফেক্টকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।