thebengalpost.net
শীতের আমেজ দক্ষিণবঙ্গে (প্রতীকী ছবি):

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৬ ডিসেম্বর: শীতের আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সকাল-সন্ধ্যায় রীতিমতো কাঁপছে জঙ্গলমহল! রেকর্ড পারদ পতন উত্তরবঙ্গেও। সবমিলিয়ে ডিসেম্বরের শুরুতেই ঠাণ্ডা আর উত্তুরে হাওয়ার দাপটে চারপাশে যেন ‘পিকনিক পিকনিক’ পরিবেশ! আগামী কয়েকদিন এমনই ঠাণ্ডার রেশ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর অবশ্য তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকায়। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর প্রদত্ত রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর-খড়্গপুরে চলতি মরশুমে শীতলতম দিন ছিল সোমবার। সোমবার সন্ধ্যায় দেওয়া তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলা শহর মেদিনীপুর ও তৎসংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.০৫ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ১৮.৭৬ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য, রবিবার গড় তাপমাত্রা আরও কম ছিল, ১৮.৭২ ডিগ্রি সেলসিয়াস। তবে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২৬ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য যে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলে সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে। তবে, উত্তুরে হওয়ার দাপটে চলতি মরশুমে শীত অনেকটাই বেশি অনুভূত হচ্ছে শহর মেদিনীপুর-খড়্গপুর থেকে শুরু করে কাঁথি কিংবা কলকাতাতেও।

thebengalpost.net
শীতের আমেজ দক্ষিণবঙ্গে (প্রতীকী ছবি):

তবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে রীতিমতো হাড়কাঁপানো শীত পড়ে গেছে গত কয়েকদিনে। বলাই বাহুল্য, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে! উল্লেখ্য যে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিনদিন এরকমই জমকালো ঠান্ডা থাকবে জঙ্গলমহল সহ সমগ্র দক্ষিণবঙ্গে। এমনকি, বৃহস্পতিবার অর্থাৎ ৮ ডিসেম্বর রেকর্ড ঠাণ্ডা পড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গেও পারদের নিম্নমুখী যাত্রা অব্যাহত। দার্জিলিং ও পার্শ্ববর্তী এলাকায় গড় তাপমাত্রা ৭-৮ ডিগ্রির আশেপাশে বলে জানা গেছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী তিন-চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। উত্তর পশ্চিম থেকে ধেয়ে আসা বাতাসে সেখানেও ঠান্ডার দাপট বাড়ছে। তবে, আবহাওয়া পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিন পর এবং উত্তরবঙ্গে ৩-৪ দিন পর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৯ তারিখ থেকে তাপমাত্রা বাড়বে। আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা শক্তি বাড়িয়ে তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশের দিকে এগোবে। ৯ তারিখ থেকে এই সিস্টেমের জন্য উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধা পাবে। অন্যদিকে, নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তার নাম মান্দাস। যদিও, এই মান্দাসের প্রভাব বাংলায় তেমন পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বায়ুপ্রবাহ বদলে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। সে কারণে ঠান্ডার আমেজও কম অনুভূত হবে। তারপর অবশ্য পুনরায় কামব্যাক করবে ঠাণ্ডার আমেজ!