দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: শীতের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার পথে জেলা শহর মেদিনীপুর! কনকনে ঠান্ডা আর উত্তুরে হওয়ার দাপটে ঠকঠক করে কাঁপছে মেদিনীপুর শহর সহ গোটা পশ্চিম মেদিনীপুর জেলা। এর মধ্যেই শনিবার (৭ জানুয়ারি) ও রবিবার (৮ জানুয়ারি) পর পর দু’দিন সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের পক্ষ থেক যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে যে শিরশিরানি আরও বেড়ে গেছে তা বলাই বাহুল্য। রিপোর্ট বলছে, শনিবার (৭ জানুয়ারি) মেদিনীপুর শহর ও সংলগ্ন জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭৭ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার (৮ জানুয়ারি) তা আরও কমে ৬.৪৮ ডিগ্রি সেলসিয়াস! যা শুক্রবারের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি কম। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ও রবিবার দিনভর শহর ও সংলগ্ন এলাকার গড় তাপমাত্রা ছিল যথাক্রমে ১৫.৬০ (শনিবার) ও ১৬.২৩ (রবিবার) ডিগ্রি সেলসিয়াস। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের (VU Metrological Park) সঙ্গে যুক্ত অধ্যাপক বৃন্দ থেকে শুরু করে শহর তথা জেলার অভিজ্ঞ ও বর্ষীয়ান সাংবাদিকরা বলছেন, মেদিনীপুর শহরে এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির নিচে নেমেছে বলে তাঁরা মনে করতে পারছেন না!

thebengalpost.net
শহর মেদিনীপুর (ছবি ঋণ- এস. মন্ডল):

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান তথা মেট্রোলজিক্যাল পার্কের যুক্ত বিশিষ্ট অধ্যাপক ড. মধুমঙ্গল পাল রবিবার সকালে আমাদের জানিয়েছেন, “হ্যাঁ, শনিবার ও রবিবার আমরা সর্বনিম্ন তাপমাত্রা পেয়েছি যথাক্রমে ৬.৭৭৪ ও ৬.৪৮১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে কখনও এত নিচে তাপমাত্রা নামেনি বলেই মনে হচ্ছে।” জেলার জনপ্রিয় দৈনিক সংবাদপত্র গুলির সম্পাদক বৃন্দ থেকে শুরু করে অভিজ্ঞ সাংবাদিকরাও জানাচ্ছেন এর আগে অনেকবারই সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির আশেপাশে ছিল। তবে, তার নিচে নামেনি। যদিও, এই সর্বনিম্ন তাপমাত্রা একেবারে মাঝ শহরের নয়, বরং শহরের উপকণ্ঠে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে জঙ্গল অধ্যুষিত এলাকাগুলির বলেই তাঁদের অভিমত। তবে সে যাই হোক, শেষ পর্যন্ত যে সর্বনিম্ন তাপমাত্রাতে পশ্চিম মেদিনীপুর জেলা তথা মেদিনীপুর শহরও দার্জিলিংকে ছুঁয়ে ফেললো তা বলাই বাহুল্য! কারণ, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবার শনিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি। পুরুলিয়াতেও তাই। শুধু পশ্চিম মেদিনীপুর বা পুরুলিয়া নয়, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ জঙ্গল অধ্যুষিত সমস্ত এলাকাতেই যে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি ছুঁয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। অপরদিকে, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ছাড়াও মালদহ ও দুই দিনাজপুরে আগামী ৪৮ ঘন্টার জন্য শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। [News updated on 7 p.m (Sunday) by M. Ghosh, Information- VU (Vidyasagar University) Metrological Park]