দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২০ আগস্ট: জঙ্গলমহলে ফের মর্মান্তিক মৃত্যু হল একটি হাতির! শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাঁকরাইল এলাকায়। স্থানীয়রা জানান, কলাইকুন্ডা থেকে তাড়া খেয়ে বৃহস্পতিবার রাতে সাঁকরাইল ব্লকের রোহিনির জঙ্গলে প্রবেশ করে ৩০ টি হাতির একটি পাল। এরপর, শুক্রবার ভোর রাতে রোহিনির বালিভাসাতে খাবারের খোঁজে হানা দেয় কৃষি জমিতে। হাতির পাল যাতায়াতের সময়ে একটি হস্তিশাবক খালে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করে অন্যান্য হাতিগুলি। ওই সময়ই মাটি চাপা পড়ে গিয়ে মৃত্যু হয় হস্তিশাবকের!

thebengalpost.in
শেষ বিদায় জানালেন গ্রামবাসীরা :

শুক্রবার সকালে স্থানীয়রা কৃষিজমিতে যাওয়ার পথে ওই হস্তিশাবককে খালে পড়ে থাকতে দেখেন। এরপর, তাঁরা বন দফতরে খবর দেন। বন দফতরের লোকজন এসে মৃত অবস্থায় হস্তি শাবকটিকে উদ্ধার করে। হাতির হানায় জমির ফসলের ক্ষতি হলেও হস্তিশাবকের মৃত্যুতে হতাশ গ্রামবাসীরা! ধূপ জ্বেলে, ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলাকাবাসী। নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন করা হয় হস্তি শাবকটির! বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতির পালটিকে অন্যত্র সরানোর চেষ্টা চলছে।

thebengalpost.in
মৃত্যু হল এক হস্তি শাবকের :