দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৯ জুন: মাধ্যমিকের নম্বর জমা দেওয়ার বিষয়ে স্কুলগুলিকে নির্দেশ পাঠালো মধ্যশিক্ষা পর্ষদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জানানো হয়েছে, আগামী ২১ শে জুন সকাল ১১ টা থেকে ২৪ শে জুনের মধ্যে নবম শ্রেণীর নম্বর একটি নির্দিষ্ট ওয়েবসাইটে জমা করতে হবে। ওয়েবসাইটটি হল- www.wbbsedata.com.

thebengalpost.in
মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি :

শনিবার বিকেলে জারি করা এই নির্দেশিকায় আরও জানানো, শিক্ষার্থীদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর সহ নবম শ্রেণীর নম্বর সঠিকভাবে আপলোড করতে হবে। প্রয়োজনে দু’বার ধরে মিলিয়ে দেখতে হবে বা চেক করে নিতে হবে। এক্ষেত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিদ্যালয়ের রেজিস্ট্রারে বা নির্দিষ্ট খাতায় শিক্ষার্থীদের যে নম্বর থাকবে, তার সঙ্গে ওয়েবসাইটে দেওয়া (পুট করা) নাম্বারের কোনরকম গরমিল বরদাস্ত করা হবে না। যদি কোন গরমিল ধরা পড়ে পর্ষদ আইনত ব্যবস্থা গ্রহণ করবে ওই বিদ্যালয়ের বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য, মাধ্যমিকের নম্বরের ক্ষেত্রে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার নম্বরকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে, বিভিন্ন মহল থেকে এরকম আশঙ্কা করা যাচ্ছিল যে, বিদ্যালয় গুলি হয়তো ছাত্র-ছাত্রীদের নবম শ্রেণীর নম্বর পরিকল্পিতভাবে বাড়িয়ে দিতে পারে! তা অনুমান করেই হয়তো পর্ষদ এই সিদ্ধান্তের কথা বিদ্যালয়গুলিকে স্পষ্টভাবে জানিয়ে দিল।