দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২৫ এপ্রিল:আজ, সোমবার (২৫ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অবধি তাপপ্রবাহের (Hit Wave) সর্তকতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর। মঙ্গলবার অবধি প্রায় সারা দক্ষিণবঙ্গ (দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর ছাড়া) জুড়ে তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে বৃহস্পতিবার অবধি তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এই সমস্ত এলাকায় সাধারণ মানুষকে দিনের বেলায় (বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা) যথাসম্ভব কম বেরোনোর অথবা ছাতা নিয়ে বেরোনোর পরামর্শ দেয়া হয়েছে। প্রচুর পরিমাণে জল পানীয় জাতীয় দ্রব্য পান করার উপদেশ দেওয়া হয়েছে।‌ শিশু ও বৃদ্ধদের সাবধানে রাখার কথা বলা হয়েছে।

thebengalpost.net
একটু শান্তি :

এদিকে, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে, রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয় মর্নিং সেশনে বা সকালে বা প্রাতঃকালীন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য, জেলা বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে যাতে পর্যাপ্ত পানীয় জলের সুবন্দোবস্ত থাকে সেই দিকটিও দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদিও, ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলি প্রাতঃবিভাগেই ক্লাস হচ্ছে। এক্ষেত্রে, উচ্চ বিদ্যালয়গুলিতে পানীয় জল এবং বিদ্যুতের অবিচ্ছিন্ন পরিষেবা আছে কিনা তা দেখে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেই সমস্ত স্কুলগুলিও প্রাতঃকালে করা যেতে পারে। পরীক্ষা চলাকালীন যাতে পর্যাপ্ত পানীয় জল ও ওআরএসের সুবন্দোবস্ত থাকে, সেই বিষয়টিও দেখার জন্য বিভিন্ন উচ্চ বিদ্যালয়গুলিকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।