West Bengal

Abhijit Gangopadhyay: মঙ্গলবার ইস্তফা! “রাজনীতির ময়দানে আসছি”, ঘোষণা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩ মার্চ: হঠাৎ ইস্তফার সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! মেয়াদ (২০২৪-র আগস্টে) ফুরোনোর আগেই ‘অবসর’ নেওয়ার ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের এই ‘বিতর্কিত’ বিচারপতি। রাজ্যের শাসকদলের ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “মঙ্গলবার (৫ মার্চ) ইস্তফা দেব। তারপরই আসছি রাজনীতির ময়দানে।” কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন বলেও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়:

রবিবার (৩ মার্চ) ইস্তফা নেওয়ার সিদ্ধান্তের কথা সমস্ত সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজনীতির ময়দানেই আসছেন। বাংলার শিক্ষা, সংস্কৃতি রক্ষার স্বার্থেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। বিচারপতির কথায়, “রাজ্যের দুরবস্থা চলছে। অপমানজনক অধ্যায় চলছে। আমি মৌর্য সাম্রাজ্যের কথা শুনেছিলাম। এখন চৌর্য সাম্রাজ্য চলছে। বাঙালি হিসাবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। যারা শাসক হিসাবে দেখা দিয়েছে, তারা রাজ্যের উপকার করতে পারবে বলে মনে হয় না। যদি না কড়া প্রহরা থাকে। তাই আমি শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বলব, সঠিক সিদ্ধান্ত নিতে।” এও জানিয়েছেন, “যেভাবে রাজ্যের শাসকদল আমাকে চ্যালেঞ্জ করেছিল। তাদের সেই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। রাজনীতির ময়দানেই আসছি।” তবে, তিনি কোন দলে আসছেন তা এদিন জানাননি। মঙ্গলবার এই বিষয়টি তিনি স্পষ্ট করবেন বলে জানিয়েছেন। যদিও তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “যদি আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিই, তারা যদি আমাকে টিকিট দেয়, আমি বিবেচনা করে দেখব।”

তবে, সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের ধারণা তিনি এবার লোকসভা আসনে প্রার্থীও হতে পারেন রাজ্যের প্রধান বিরোধী দলের তরফ থেকে। অন্য একটি মহলের ধারণা তিনি কেন্দ্রীয় সরকারের সুপারিশে হতে পারেন রাজ্যপালও! যদিও, রাজ্যপালের মতো সাংবিধানিক পদের তুলনায়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রত্যক্ষ রাজনীতিতে আসার সম্ভাবনাই প্রবল বলে মত ওয়াকিবহাল মহলের। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের তমলুক কিংবা উত্তর কলকাতা থেকে তাঁর প্রার্থী হওয়ার জল্পনাও ছড়িয়েছে!

News Desk

Recent Posts

Midnapore: কুয়াশার চাদরে ঢাকল মেদিনীপুর! ‘দার্জিলিং’ খুঁজছেন শহরবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: কুয়াশার চাদরে ঢাকল শহর মেদিনীপুর! শনিবার সন্ধ্যার…

15 hours ago

Midnapore: “শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে বিদায় নিতে চলেছে”; মন্ত্রী-পত্নীর ‘ভাইরাল’ পোস্ট ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: "শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে…

21 hours ago

Medinipur: সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন, বিকেলে পুকুরে জাল ফেলতেই উঠে এল তরতাজা যুবকের দেহ! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। বিকেলে পুকুর…

1 day ago

Medinipur: ‘পুষ্পা’ নিয়ে বাড়াবাড়ি অথচ দেবের ‘খাদান’-এ অরুচি! খড়্গপুরের হলে প্রতিবাদ ভক্তদের; ফাটল বাজি, বাজল ঢোল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: গত ৫ ডিসেম্বর 'রেল শহর' খড়্গপুরের বোম্বে…

2 days ago

Biodiversity Park: প্রজাপতি উদ্যান, অভয় পুকুর থেকে রক ক্লাইম্বিং; শহর মেদিনীপুরের খুব কাছেই ‘বায়োডাইভার্সিটি পার্ক’

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: প্রত্যন্ত জঙ্গলমহলেও নজরকাড়া জীববৈচিত্র্য উদ্যান বা বায়োডাইভার্সিটি পার্ক (Biodiversity…

2 days ago

IIT Kharagpur: QS আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে সারা দেশের মধ্যে ‘দ্বিতীয়’ স্থান অধিকার করল IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ ডিসেম্বর: কিউএস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৫ (স্থায়িত্ব)- এ সারা দেশে…

2 days ago