West Bengal

Abhijit Gangopadhyay: মঙ্গলবার ইস্তফা! “রাজনীতির ময়দানে আসছি”, ঘোষণা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩ মার্চ: হঠাৎ ইস্তফার সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! মেয়াদ (২০২৪-র আগস্টে) ফুরোনোর আগেই ‘অবসর’ নেওয়ার ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের এই ‘বিতর্কিত’ বিচারপতি। রাজ্যের শাসকদলের ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “মঙ্গলবার (৫ মার্চ) ইস্তফা দেব। তারপরই আসছি রাজনীতির ময়দানে।” কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন বলেও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়:

রবিবার (৩ মার্চ) ইস্তফা নেওয়ার সিদ্ধান্তের কথা সমস্ত সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজনীতির ময়দানেই আসছেন। বাংলার শিক্ষা, সংস্কৃতি রক্ষার স্বার্থেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। বিচারপতির কথায়, “রাজ্যের দুরবস্থা চলছে। অপমানজনক অধ্যায় চলছে। আমি মৌর্য সাম্রাজ্যের কথা শুনেছিলাম। এখন চৌর্য সাম্রাজ্য চলছে। বাঙালি হিসাবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। যারা শাসক হিসাবে দেখা দিয়েছে, তারা রাজ্যের উপকার করতে পারবে বলে মনে হয় না। যদি না কড়া প্রহরা থাকে। তাই আমি শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বলব, সঠিক সিদ্ধান্ত নিতে।” এও জানিয়েছেন, “যেভাবে রাজ্যের শাসকদল আমাকে চ্যালেঞ্জ করেছিল। তাদের সেই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। রাজনীতির ময়দানেই আসছি।” তবে, তিনি কোন দলে আসছেন তা এদিন জানাননি। মঙ্গলবার এই বিষয়টি তিনি স্পষ্ট করবেন বলে জানিয়েছেন। যদিও তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “যদি আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিই, তারা যদি আমাকে টিকিট দেয়, আমি বিবেচনা করে দেখব।”

তবে, সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের ধারণা তিনি এবার লোকসভা আসনে প্রার্থীও হতে পারেন রাজ্যের প্রধান বিরোধী দলের তরফ থেকে। অন্য একটি মহলের ধারণা তিনি কেন্দ্রীয় সরকারের সুপারিশে হতে পারেন রাজ্যপালও! যদিও, রাজ্যপালের মতো সাংবিধানিক পদের তুলনায়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রত্যক্ষ রাজনীতিতে আসার সম্ভাবনাই প্রবল বলে মত ওয়াকিবহাল মহলের। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের তমলুক কিংবা উত্তর কলকাতা থেকে তাঁর প্রার্থী হওয়ার জল্পনাও ছড়িয়েছে!

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

17 hours ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

1 day ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

5 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago