দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৪ মার্চ: চিকিৎসকরা জানিয়েছেন আপাতত বিপদমুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! রাত্রি ৯টা ৫০ নাগাদ তাঁকে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কপালে তাঁর ব্যান্ডেজ করা আছে। গাড়ির সামনের আসনেই বসেছেন মমতা। তাঁর সঙ্গে রয়েছেন কাজরী বন্দ্যোপাধ্যায়। পিছনের আসনে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে ক্যামেরার দিকে তাকিয়ে নমস্কার করতে দেখা যায় তাঁকে। চিকিৎসকদের সঙ্গে তিনি কথাও বলেছেন বলে খবর। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময়ে অভিষেক বলেন, “মুখ্যমন্ত্রীর কপালে চারটি সেলাই পড়েছে। এখন তিনি ভাল আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠবেন।” এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিশালাক্ষী মন্দিরের পূজো দিলেন সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। আহত মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে পুজো দিয়েছেন দেব।

thebengalpost.net
পুজো দিলেন দেব:

এর আগে, SSKM হাসপাতালের উডবার্ন ইউনিটের VVIP কেবিন থেকে বার করে হুইল চেয়ারে করে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম লাগোয়া বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের ওপিডি বিল্ডিংয়ে। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁকে বের করা হয়। হাসপাতাল থেকে নিজের গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী। কালীঘাটের পথে রওনা দিয়েছেন। তাঁর কপালে ও মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাড়িতে হাঁটার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান মমতা। তাঁর কপালে চোট লাগে। কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ে। তৃণমূলের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর রক্তাক্ত অবস্থার ছবি পোস্ট করা হয়। এসএসকেএম হাসপাতালে তাঁকে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা যায়, বুধবারই উত্তরবঙ্গ থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরেই সোজা তিনি চলে গিয়েছিলেন ভবানীপুরের মৃত ব্যবসায়ীর বাড়িতে। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। এরপর বৃহস্পতিবার সারাদিন সেভাবে কোনও কর্মসূচি ছিল না। দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে, সকালে বাড়িতেই ছিলেন তিনি। তারপর গিয়েছিলেন নবান্নে। সেখানে নিজের দফতরে বেশ কিছুটা সময় কাটান মুখ্যমন্ত্রী। এরপর বিকেলে নবান্ন থেকে বেরিয়ে তিনি গিয়েছিলেন একডালিয়ায়। বিকেল পাঁচটা নাগাদ একডালিয়ায় যান তিনি। সেখানে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে একটি পূর্ণাঙ্গ মূর্তি উদ্বোধন করেন তিনি। একডালিয়ার ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বার বার আবেগঘন হয়ে পড়ছিলেন মমতা। প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্কের কথা বলতে গিয়ে পুরনো স্মৃতিচারণায় বার বার ডুব দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সুব্রত মুখোপাধ্যায়ের যে মূর্তিতে তৈরি হয়েছে, সেই মূর্তিটি যে তাঁর মন মতো হয়নি, সেকথাও গোপন করেননি মমতা! মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে দেবাশিস কুমার, সবাইকে ডেকে সুব্রত মুখোপাধ্যায়ের একটি ছবি দেখিয়ে বলেন, সেই ছবি যেন পুরোপুরি ফুটে ওঠে মূর্তিতে। সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করতে করতে বার বার ভারাক্রান্ত হয়ে পড়ছিলেন তিনি। এরপরই বাড়ি ফিরে হাঁটার সময় পড়ে যান তিনি! দলের একটি সূত্রে দাবি, মুখ্যমন্ত্রী সম্ভবত ট্রেড মিলে হাঁটার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান। যদিও, ঠিক কিভাবে তিনি পড়ে গিয়েছেন তা এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা! এর মধ্যেই স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অধীর চৌধুরী, মহঃ সেলিম, সুকান্ত মজুমদার সহ বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বরা এবং আপামর রাজ্যবাসীর তরফেও মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

thebengalpost.net
পড়ে গিয়ে আহত রাজ্যের মুখ্যমন্ত্রী, হাসপাতাল থেকে বাড়ির পথে: