দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: এপ্রিলের প্রথম দিনই ৪০ ডিগ্রির গনগনে আঁচে ফুটছে পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের ৫ জেলা! পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী, আজ (সোমবার) জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫৫ ডিগ্রি সেলসিয়াস! সোমবার সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী, আজ জেলার গড় তাপমাত্রা ছিল ৩২.৮০ ডিগ্রি সেলসিয়াস। তবে, গত কয়েক দিনের তুলনায় আজ বাতাসে (বায়ুমণ্ডলে) আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ (৯৪.৯ শতাংশ) ও সর্বনিম্ন (২৫.৯ শতাংশ) পরিমাণ সামান্য কম থাকায়, অস্বস্তিকর অবস্থা বা প্যাচপ্যাচে গরম (বা, ঘাম)ও কম অনুভূত হয়েছে বলে মত আবহাওয়া বিভাগের। অন্যদিকে, আগামী ৩ এপ্রিল, বুধবার থেকে ৫ এপ্রিল, শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের (Heat Wave) ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
হাওয়া অফিসের তরফে এও জানানো হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। শুক্রবার পর্যন্ত হিট ওয়েভ বা তাপপ্রবাহ চলবে পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের পাঁচটি জেলায়। একইসঙ্গে, আগামী দু’দিন কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টিও হতে পারে। অপরদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো উত্তরবঙ্গেরর উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সব মিলিয়ে একই রাজ্যের দুই প্রান্তে আবহাওয়ার দুই রূপ! সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত।
এদিকে, অত্যধিক গরমের কারণে, রাজ্যের স্কুলগুলিতে এবারও গরমের ছুটি বা সামার ভেকেশন এগিয়ে আনা হচ্ছে। ২০২৪ সালের ৬ মে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হবে বলে আপাতত জানানো হয়েছে! গরমের ছুটি শেষ হবে ২ জুন। যদিও, পরবর্তী পরিস্থিতিতে যে ছুটি আরও বাড়তে পারে তা বলাই বাহুল্য! প্রসঙ্গত এও উল্লেখ্য যে, ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু। প্রথম দফায় রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই কারণে ওই তিন জেলায় ১৬ এপ্রিল, মঙ্গলবার থেকে ২০ এপ্রিল, শনিবার পর্যন্ত বন্ধ থাকছে স্কুল। ২৬ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে। সেই কারণে ২৪ এপ্রিল, বুধবার থেকে ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুলগুলি বন্ধ রাখা হবে। এরপর, রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি শুরু হবে ৬ মে। চলবে ২ জুন পর্যন্ত। ইতিমধ্যে, মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…