দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২০ জানুয়ারি: আপাতত মাঘের জাড়ে কাঁপছে জঙ্গলমহল। পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে বীরভূম শুক্রবার জঙ্গলমহলের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নীচে! গতকালের তুলনায় যা প্রায় ৪ ডিগ্রি কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে, পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে এক ধাক্কায় একেবারে ৪ ডিগ্রি পারদ পতনে ফের একবার শীতে জুবুথুবু দশা বাসিন্দাদের।‌ অন্যদিকে, বারবার তাপমাত্রার উঠানামা আর আলো-আঁধারি আবহাওয়াতে জ্বর-সর্দি-ঠান্ডা লাগার প্রকোপও বাড়ছে আট থেকে আশি সকলের। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আপাততো ২২-২৩ জানুয়ারি পর্যন্ত জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বজায় থাকবে। তারপর ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

thebengalpost.net
ফের শীতে জুবুথুবু জঙ্গলমহল:

শুক্রবার সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর‌ শহর ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা ছিল ১৪.৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে, গড় তাপমাত্রা এই মুহূর্তে ২০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছিতেই অবস্থান করছে। শুক্রবার সকাল থেকেই মেদিনীপুর, খড়্গপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গে ছিল কুয়াশার দাপট, সঙ্গে হাড়কাঁপানো হিমেল হাওয়া। বেলার পর অবশ্য আকাশ পরিস্কার হয়। দেখা মেলে রোদের। আগামী দু-তিন দিন দক্ষিণবঙ্গে এরকমই আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে, এই ক’দিনের ঠান্ডাই হয়তো হতে চলেছে চলতি মরশুমে শীতের ‘মরণ কামড়’, এমনটাও মনে করিয়ে দিচ্ছে হাওয়া অফিস।