দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: নিম্নচাপ ক্রমেই শক্তিশালী হচ্ছে! ইতিমধ্যে, জলের তলায় চলে গেছে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা। আগামীকাল পর্যন্ত আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যেই, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের “মেট্রোলজিক্যাল পার্ক” জানিয়ে দিল, গত ১৯ ঘন্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত) ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জঙ্গলমহলের এই এলাকায়। যা এ যাবৎকালের “রেকর্ড” বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই মেট্রোলজিক্যাল পার্ক জানিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ ২৯ জুলাই রাত্রি ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত জেলা বা জেলা শহর মেদিনীপুরে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই দপ্তরের প্রতিষ্ঠার পর থেকে এটাই এখনও পর্যন্ত সর্বাধিক বলে জানিয়েছেন তাঁরা। এটুকু বলা যেতেই পারে, গত এক দশকের সর্বাধিক বৃষ্টিপাত! তাঁদের বার্তা অনুযায়ী, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল- ৩১.২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১৬ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাতাসে গড় জলীয় বাষ্পের পরিমাণ ছিল- ৯৮.৬৯ শতাংশ। এদিকে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগেই।