thebengalpost.net
ভর সন্ধ্যার বৃষ্টি মাটি করলো মেদিনীপুরের পুজোর বাজার :

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, কলকাতা, ৬ অক্টোবর: আজ, মহালয়ার দিন থেকেই শুরু হল দেশ থেকে বর্ষা-বিদায়ের পালা! উত্তর-পশ্চিম ভারতে আজ (৬ অক্টোবর) থেকেই ধাপে ধাপে বিদায় নিতে শুরু করেছে মৌসুমী বায়ু। পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে। তবে, পশ্চিমবঙ্গ থেকে বর্ষারাণী বিদায় নিতে আরও বেশ কিছুদিন সময় নিতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে বাংলা থেকে পুরোপুরি বিদায় নিতে পারে বর্ষা! প্রসঙ্গত, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের ধাক্কায় বর্ষা পিছু হটতে শুরু করে। সেই হাওয়া কতটা জোরালো ভাবে ঢুকছে তার উপরেই বর্ষার বিদায় নির্ভর করবে। এদিকে, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর জেরে অতিরিক্ত আর্দ্রতা রয়েছে দক্ষিণবঙ্গের বাতাসে। বাতাসে জলীয় বাষ্পের জেরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। আকাশেরও মুখ ভার! স্থানীয় ভাবে কলকাতা, চব্বিশ পরগণা সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী ৮ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, খড়্গপুর, সবং, পিংলা, পটাশপুর, ভগবানপুর, এগরা, কাঁথি, দীঘা প্রভৃতি এলাকায়।

thebengalpost.net
ফের দুঃশ্চিন্তার ঘনঘটা (ছবি- ঘাটাল, প্রতীকী) :

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পুজোর কয়েকদিনের বৃষ্টির পূর্বাভাস দিয়ে দেওয়া হল। না, পুরোপুরি স্বস্তির খবর শোনানো হয়নি। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প পূর্ণ বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে আজ থেকে শুক্রবার পর্যন্ত বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, শনিবার অর্থাৎ ৯ অক্টোবর থেকে সপ্তমী অর্থাৎ ১২ অক্টোবর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে। অন্যদিকে, অষ্টমী অর্থাৎ ১৩ অক্টোবর থেকে দশমী অর্থাৎ ১৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টিতে বৃদ্ধি পাবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প পূর্ণ বাতাসের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এটাই স্বস্তির যে, ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি দশমী পর্যন্ত। প্রায় একই রকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। দশমীর পর থেকে ফের আবহাওয়া পরিষ্কার হবে এবং বাংলা থেকে ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

thebengalpost.net
দেওয়া হল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস :