দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, অমৃতা দত্ত, ২২ সেপ্টেম্বর: ফের সর্তকতা জারি হয়ে গেল! বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে সপ্তাহান্তে দুর্যোগ ঘনিয়ে আসছে দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী শনিবার (২৫ সেপ্টেম্বর) ও রবিবার (২৬ সেপ্টেম্বর) ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এই সমস্ত জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং সাধারণ মানুষকেও যথাসম্ভব ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর জারি করা বুধবার সন্ধ্যার বিজ্ঞপ্তি অনুযায়ী।

thebengalpost.net
আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি :

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানা এলাকায় দানা বাঁধছে ঘূর্ণাবর্ত। যা শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড থেকে ওড়িশার বালেশ্বর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থান করবে। এছাড়াও, এই মুহূর্তে মায়ানমারে অবস্থানকারী ঘূর্ণাবর্ত অক্ষরেখাটি আরও উত্তর পশ্চিমে সরে গিয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করবে। এই দুই ঘূর্ণাবর্তের মিলনে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তা চলবে সোমবার পর্যন্ত। শনিবার বজ্রবিদ্যুৎ এবং মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং হাওড়া জেলায়। অন্যদিকে, ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে রবিবার ও সোমবার। রবিবার ও সোমবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে যথাক্রমে- দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি ও কলকাতা সহ দক্ষিণবঙ্গের আশেপাশের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

thebengalpost.net
ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মেদিনীপুর, খড়্গপুর, ঝাড়গ্রামে :