দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ:উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। বরং, আলিপুর আবহাওয়া দফতরের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, “আগামী পনেরো দিন গরমের টি-টোয়েন্টি মার্কা ব্যাটিং চলবে দক্ষিণবঙ্গে।” সেই সঙ্গে পশ্চিমাঞ্চলের চার জেলা, যথাক্রমে- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ‘লু’ (Loo) বা তাপপ্রবাহ (Heat Wave) এর সতর্কবার্তা জারি করা হয়েছে। কমপক্ষে আগামী ৫ দিন এই লু বা গরম বাতাস বইবে বলে জানা গেছে। আগামী ৫ দিনে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।

thebengalpost.net
তাপপ্রবাহের সতর্কবার্তা (সমস্ত ছবি, সংগৃহীত এবং প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে) :

প্রসঙ্গত, বসন্তের শেষ লগ্নেই বঙ্গবাসীর নাজেহাল অবস্থা। কড়া রোদে, ভ্যাপসা অস্বস্তিকর গরমে বাঙালির প্রাণ একেবারে যাই যাই অবস্থা! তারমধ্যে নেই কোনও কালবৈশাখীর খবর, নেই বৃষ্টি। তবে উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Update)। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং,কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দুই দিনাজপুরেও ছিঁটেফোঁটা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, পশ্চিমের চার জেলায় (পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া) আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যাবে বলে জানানো হয়েছে। বইবে লু বা গরম বাতাস। দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার থেকে ৫ দিন উত্তর-পশ্চিম, মধ্য ও পশ্চিম ভারত তাপপ্রবাহের এই পরিস্থিতি বজায় থাকবে। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩৫ ডিগ্রি (গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস) সেলসিয়াস। আজ থেকে তা আরও বাড়বে বলে জানা গেছে।