দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে শনিবার সকাল থেকেই দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। দুপুর নাগাদ বৃষ্টিপাত কিছুটা কমলেও, বিকেল থেকে ফের ভারী বৃষ্টিপাত শুরু হয় জেলা শহর মেদিনীপুর সহ প্রায় সমগ্র জেলা জুড়েই। শনিবার রাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, রাত্রি ৯টা অবধি (রাত্রি ১২টা থেকে) জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে প্রায় ৭৫ মিমি। যা চলতি মরশুমে এখনো অবধি একদিনে বা চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের ‘রেকর্ড’ বলেও জানা গেছে। এর আগে চলতি মরসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল ৬২ মিমি (১২ আগস্ট)। যদিও, আজ রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই আবহাওয়া বিশেষজ্ঞদের মত।

thebengalpost.net
রাতেও বৃষ্টি:

অন্যদিকে, পুজোর মাত্র এক মাস আগে প্রথম শনিবার সকাল থেকেই জেলা শহর মেদিনীপুরের বাজার প্রায় শুনশান। দুপুর নাগাদ বাজারে কিছু লোকজন দেখা গেলেও, বিকেল থেকে ফের বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। করম পুজো উপলক্ষে শনিবার সরকারি ছুটি থাকা সত্ত্বেও, বাজারে আশানুরূপ লোকজন না হওয়ায়, ব্যবসায়ীদেরও মাথায় হাত! প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।