দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৭ সেপ্টেম্বর: সম্প্রতি বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, কলকাতা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। যদিও, নিম্নচাপ কাটতে না কাটতেই ফের অস্বস্তি ফিরেছে জঙ্গলমহল সহ সমগ্র দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতিতেই নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ, শনিবার ও আগামীকাল, রবিবার তার জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থানরত নিম্নচাপটি ক্রমেই উত্তর-পূর্ব দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে, পাটনা থেকে দীঘা অবধি অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। এর জেরে, আগামী ৪৮ ঘণ্টায় (শনিবার ও রবিবার) দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

thebengalpost.net
মেদিনীপুর শহরের বিশ্বকর্মা পূজা:

অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বিশ্বকর্মা পূজার দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। রবিবার-ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ও উত্তর বঙ্গে। সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবী ও কৃষকদের সচেতন করে দেওয়া হয়েছে।

thebengalpost.net
বিজ্ঞাপন: