Weather Update

Weather: কুয়াশাচ্ছন্ন মেদিনীপুরের সকালে দার্জিলিং খুঁজলেন বাসিন্দারা! বৃষ্টি-বিপর্যয় থেকে এখনই মুক্তি নেই বঙ্গবাসীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: এমনিতেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে ভুগছে বাংলা! তার দোসর এবার বাংলাদেশে বঙ্গপোসাগর উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানাচ্ছে, এই দু’য়ের জেরে একেবারে বুধবার অবধি রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’-তিন দিন রাজ্য জুড়ে সেই একই রকম আবহওয়া থাকবে বলে জানিয়েছে অলিপুর আবহওয়া দফতর।আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা তো আছেই। সঙ্গে বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে কার্যত প্রচুর জ্বলীয়বাষ্প বঙ্গে প্রবেশ করছে। ফলে বৃষ্টি-বিপর্যয় থেকে এখনই মুক্তি নেই! তার সঙ্গে রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা (Fog Alert)। উত্তর-পূর্ব ভারতের পাঞ্জাব, হিমাচল থেকে একেবারে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও মেঘালয় জুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। ফলে, সোমবার (২৪ জানুয়ারি) সকালে মেদিনীপুর, খড়্গপুর, ঝাড়গ্রাম, কলকাতার বাসিন্দারা যেন এক টুকরো দার্জিলিংকেই খুঁজে পেলেন নিজেদের এলাকায়! মেদিনীপুরের এক চিত্রগ্রাহক তথা সাংবাদিক তো নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিসহ পোস্ট-ই করলেন, “মেদিনীপুরেই যেন দার্জিলিংয়ের আমেজ!” কমেন্টে অনেকেই তাঁকে সমর্থন জানালেন। কেউ কেউ আবার মজা করে লিখলেন, দুয়ারে দার্জিলিং কিংবা দুধের সাধে ঘোলে মেটানো! এসব তো গেল সৌন্দর্য পিয়াসীদের অনুভব। কিন্তু, এই আবহাওয়াতে দক্ষিণবঙ্গের কৃষকদের অবস্থা যে ফের একবার দুর্বিষহ হয়ে উঠলো তা বলাই বাহুল্য!

মেদিনীপুরের ছবি (সোমবার সকালে তুলেছেন এস.মন্ডল) :

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা তো বটেই, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার। বিশেষত, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।২৫ জানুয়ারি মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচ জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ফলে, এখনই যে বৃষ্টি থেকে বঙ্গবাসীর রেহাই নেই, তা আর বলার অপেক্ষা রাখে না! ফলে, আলু সহ সবজি ও ফুল চাষের ব্যাপক ক্ষতি নিয়েও আশঙ্কা করা হচ্ছে। আর, বিভিন্ন সবজির মূল্য বৃদ্ধি নিয়েও নিঃসন্দিহান সকলেই।

কুয়াশার সতর্কবার্তা:

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

22 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

24 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago