Weather Update

Weather Midnapore: ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার জোড়া ফলায় বৃষ্টি-দুর্যোগ দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে! চলবে শনিবার অবধি, সাবধান থাকুন বজ্রপাত থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৪ আগস্ট:জোড়া ফলায় বিদ্ধ হয়ে শরতের শুরুতেই বৃষ্টিতে ভাসছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিস্তীর্ণ দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। এর ফলেই, আজ, বুধবার, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাত চলবে। আগামিকালও (২৫ আগস্ট, বৃহস্পতিবার) দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে। বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) সম্ভাবনা আছে। বৃহস্পতিবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা কমবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একটি বা দুটি জায়গায় ভারী বর্ষণ হতে পারে। পূর্ব মেদিনীপুর সহ বাকি জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে, সতর্ক করা হয়েছে প্রশাসন ও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

অঝোর ধারায় বৃষ্টি চলছে মেদিনীপুর শহরে (নিজস্ব চিত্র):

তবে, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শনিবার পর্যন্ত কম-বেশি বৃষ্টিপাত চলবে বঙ্গোপসাগরের উপর বিস্তৃত মৌসুমী অক্ষরেখার জন্য। বুধবার সকালের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও আছে। উল্লেখ্য যে, বুধবার সকাল থেকেই মেদিনীপুর, খড়্গপুর, ডেবরা, সবং, পিংলা, শালবনী, গড়বেতা সহ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অঝোর ধারায় বৃষ্টি চলছে। ঘাটাল, সবং সহ নিচু এলাকাগুলিতে ইতিমধ্যে জল যন্ত্রণা দেখা দিয়েছে। শহর মেদিনীপুর ও খড়্গপুরের বিভিন্ন এলাকাতেও জল জমতে শুরু করেছে। আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে। শনি-রবিবার থেকে দুর্যোগ পুরোপুরি কাটতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, বর্ষার শুরুতে বৃষ্টির অভাব দেখা দিলেও; বর্ষার শেষ আর শরতের শুরুতে একের পর এক নিম্নচাপের ভেলায় ভেসে বৃষ্টির অভাব পূরণ হতে চলেছে জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গে।

News Desk

Recent Posts

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

13 mins ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

5 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago