দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: এখনও আসেনি বৈশাখ। চৈত্র শেষেই (২২ চৈত্র) ৪২ ডিগ্রি পেরিয়ে গেল শহর মেদিনীপুরের তাপমাত্রা! শুক্রবারের ভয়াবহ তাপপ্রবাহে কার্যত পুড়ে ছারখার হয়ে গেছে দক্ষিণবঙ্গের জঙ্গল অধ্যুষিত তথা পশ্চিমাঞ্চলের জেলাগুলি! আগুন ঝরানো রোদ আর গরম বাতাসের (লু বা তাপপ্রবাহ) দাপটে প্রাণ ওষ্ঠাগত হয়েছে জঙ্গলমহলের বাসিন্দাদের। শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) আবহাওয়া বিভাগের (Meteorological Park) তরফে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, শুক্রবার জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৩২ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ৩৩.৬৬ ডিগ্রি সেলসিয়াস। গরমের সঙ্গে পাল্লা দিয়ে ঘাম বেরোনোর মূলে থাকা আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity)-র সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮.৯ শতাংশ (বায়ুমণ্ডলে)।
উল্লেখ্য যে, এদিন সন্ধ্যায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রেও জানা গেছে, জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর সহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৪১ পেরিয়ে গিয়েছে! এছাড়াও, ৪০-র উপরে তাপমাত্রা ছিল পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতেও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এও জানা গেছে, এদিন মেদিনীপুর শহর ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পানাগড় প্রভৃতি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ থেকে ৪২ ডিগ্রির আশেপাশে! শুক্রবার পর্যন্ত অবশ্য দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে (পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান) তাপপ্রবাহের সতর্কতা (হলুদ সতর্কতা/Yellow Alert) জারি করা হয়েছিল আগেই। শুক্রবার সন্ধ্যা অবধি জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির হয়নি বলেই জানা গেছে।
তবে, শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই জেলাগুলিতে! আর তারপরই তাপমাত্রার পারদ খানিক নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, এই গরমে সুস্থ থাকার জন্য চিকিৎসকদের তরফে দুপুরের রোদ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে, তেল-মশলা জাতীয় খাবারের পরিবর্তে শসা, তরমুজ সহ বিভিন্ন রসালো ফলমূল বেশি করে খাওয়ার উপদেশ দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে। সারাদিনে বেশি করে জল এবং সরবত, ORS-র মতো তরল পানীয় খাওয়ার কথাও বলেছেন চিকিৎসকেরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…