thebengalpost.net
দীপাবলিতেও বৃষ্টির পূর্বাভাস:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ অক্টোবর: না কোনো সুপার সাইক্লোন নয়, তবে নিম্নচাপের বৃষ্টি বাঙালির দীপাবলি’র আনন্দকেও মাটি করতে পারে দুর্গাপূজার মতোই। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, “আজ অর্থাৎ সোমবার, আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। বৃহস্পতিবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার, শনিবার তা আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।” ফলে, কালি পুজোর ঠিক আগের দিনই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ঠিক কোন কোন দিন, কোন কোন এলাকায় কেমন বৃষ্টি হবে; তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তা। এক্ষেত্রে, বাঙালির প্রার্থনা একটাই, শুক্র-শনিবার বৃষ্টি হলেও, তা যেন রবিবার অর্থাৎ কালি পুজোর দিন থেকে বন্ধ হয়!

thebengalpost.net
দীপাবলিতেও বৃষ্টির পূর্বাভাস:

উল্লেখ্য যে, ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। আগামী দুই দিনে বাকি বাংলা থেকেও বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনার কথা শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে, বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ভ্রূকুটি থেকে এখনই রেহাই মিলছে না বঙ্গবাসীর। আগামী কয়েকদিন সাগরের পরিস্থিতি কেমন থাকে, তার উপরই নির্ভর করছে বাঙালির কালি পুজোর আনন্দ! এদিন, মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র এবং আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের মতে, আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাবে বলে মনে করা হচ্ছে। আর, সেই ঘূর্ণাবর্তের জেরেই আগামী বৃহস্পতিবার তৈরি হবে নিম্নচাপ। চলতি সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার বা শনিবার তা দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করতে পারে। তার জেরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে, কোনওভাবেই সুপার সাইক্লোন হচ্ছে না বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বাংলায় কোথায় কেমন বৃষ্টি হবে, তা দু’একদিনের মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে স্পষ্ট করা হবে বলে তিনি এদিন জানিয়েছেন।