দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৮ সেপ্টেম্বর: গুলাব-জল একটু আধটু ছড়িয়েই বিদায় নিয়েছে বাংলার আকাশ থেকে! তবে, দুর্যোগ কাটেনি। নতুন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আগামীকাল তা আরও ঘনীভূত হবে। ফলে, মঙ্গলবার বিকেল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মঙ্গলবার ‘লাল সতর্কতা’ (Red Alert) জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। এর জেরে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম জেলায়। হলুদ সর্তকতা (Yellow Alert) জারি করা হয়েছে, কলকাতা, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলায়।

thebengalpost.net
আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি:

অন্যদিকে, বুধবার এই নিম্নচাপ মূলত আরো পশ্চিমে সরে গিয়ে জঙ্গলমহলে অবস্থান করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ফলে, বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে- পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে- কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা এবং দুই বর্ধমান জেলায়। এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য যে, উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়া বইতে পারে। ঝড় ও বজ্রপাতের হাত থেকে বাঁচতে, সাধারণ মানুষের উদ্দেশ্যে বাড়ি থেকে সতর্কভাবে বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।