দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় তা আরও গভীর নিম্নচাপে পরিণত হবে বলে হাওয়া অফিসের অনুমান। তার জেরেই দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা সহ দক্ষিণবঙ্গে আগামী চারদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অপরদিকে, রবিবার ও সোমবার (১১-১২ সেপ্টেম্বর) অবধি ভারী বৃষ্টিপাতের ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন অংশে। কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দুই বর্ধমান জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ক’দিন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। আজ, শুক্রবার বিকেলের পর থেকেই উপকূলীয় জেলাগুলোতে বজ্র-বৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।

thebengalpost.net
আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি:

উল্লেখ্য যে, পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় এই নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই নিম্নচাপের অবস্থান হবে উত্তর-অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে। এই নিম্নচাপের কারণেই প্রচুর জলীয় বাষ্প পূর্ণ বাতাস বাংলায় প্রবেশ করবে। যার জেরে আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগণা প্রভৃতি এলাকায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। এই চারদিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দীঘা ও মান্দারমণি’র সমুদ্র সৈকতের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। (Feature Image – S. Mondal)

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement) :

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):