দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ এপ্রিল:৪৩ এর তাপে পুড়ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ সমগ্র পশ্চিমাঞ্চল তথা জঙ্গলমহল। বৃষ্টি নয়, ফের একবার তাপপ্রবাহের সর্তকতা দেওয়া হয়েছে এই চার জেলা ছাড়াও, বীরভূম ও দুই বর্ধমানে। এমনকি, রবিবার তিলোত্তমাতেও ছিল মরশুমের উষ্ণতম দিন। কলকাতায় সর্বাধিক তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বাধিক তাপমাত্রা ছিল ৪৩ (৪২.৬৪) ডিগ্রি। সঙ্গে বইছে হিট ওয়েভ (Hit Wave) বা লু (Loo)। রাজ্যের এই পশ্চিমাঞ্চল জুড়ে, আগামী কয়েকদিন এরকমই তাপপ্রবাহ চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।

thebengalpost.net
একটু শান্তি :

প্রসঙ্গত উল্লেখ্য, তীব্র দাবদাহে একটু কালবৈশাখীর অপেক্ষায় চাতক পাখির মতো বসে রয়েছেন দক্ষিণবঙ্গবাসী! কিন্তু, আপাতত সেই আশা নেই। বরং, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বুধবার থেকে। অর্থাৎ, এই সাত জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে আকাশ কখনও পরিষ্কার থেকেছে আবার কখনও মেঘলা। তবে, তাতে ভ্যাপসা অস্বস্তিকর গরম বেড়েছে! এক এক দিন সকালে মেঘলা করে এলেও বেলা বাড়ার সঙ্গে চড়া হয়েছে রোদ। এর মধ্যেই, দুঃশ্চিন্তার খবর হল, আগামী ২৯ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মনে করা হচ্ছে, ‘এল নিনো’ (El Nino)’র দাপটেই এবার দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হতে পারে!