Weather Update

Jawad: পাকা ধানে মই দিতে আসছে ‘জাওয়াদ’! শনিবার থেকেই ঝড়বৃষ্টি দুই মেদিনীপুর-ঝাড়গ্রামে, জরুরি কাজ সারুন আজই

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৩ ডিসেম্বর:আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ বলয় ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবারই তা আরও শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এরপর, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘জাওয়াদ’। এর জেরেই শনিবার থেকেই ভারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বইবে ঝোড়ো হাওয়া। তেমনই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। ‘নবান্ন’ থেকেও সতর্ক করে দেওয়া হয়েছে মৎস্যজীবী ও কৃষকদের। শনিবার ও রবিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। মাঠের পাকা ধান আজকের মধ্যেই ঘরে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। সদ্য লাগানো ফসলের জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। আলু লাগানোর পরিকল্পনা আগামী ৩-৪ দিন পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের সতর্কতা :

প্রসঙ্গত উল্লেখ্য, আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকারে এখন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ওপর অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় এটি ক্রমশ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপরূপে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘণীভূত হওয়ার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে, এটি বঙ্গোপসাগরের মধ্যভাগের ওপর ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে, শনিবার সকাল নাগাদ উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে তা ওড়িশার গোপালপুর থেকে ৬৭০ কিলোমিটার দূরে (পারদ্বীপ থেকে ৭৬০ কিলোমিটার দূরে) অবস্থান করছে বলে জানা গেছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শনি-রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।

কৃষকদের দেওয়া হল বার্তা :

এদিকে, মৎস্যজীবীদের শনিবার ও রবিবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার সকালে উপকূল এলাকায় ঝড়ের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। ওই দিন হলুদ সর্তকতা (Yellow Alert) জারি করা হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগণা, হাওড়া জেলায়। রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগণা, হাওড়া ও কলকাতায়। হলুদ থাকছে, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা ও দুই বর্ধমান।

ঘরে ধান তোলার তৎপরতা :

News Desk

Recent Posts

Midnapore: বানভাসি মেদিনীপুরে ৮০ জন ‘আসন্নপ্রসবা’-কে উদ্ধার করল স্বাস্থ্য দপ্তর! এক কোমর জলেও ভরসা সেই আশা দিদিরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: জেলার বন্যাকবলিত এলাকাগুলি থেকে আসন্নপ্রসবা বা গর্ভবতী…

20 mins ago

Midnapore: বন্যা কবলিত ঘাটাল পরিদর্শন করার পর মেদিনীপুর শহরের সার্কিট হাউসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: বন্যা কবলিত ঘাটাল থেকে বুধবার সন্ধ্যা সাড়ে…

1 day ago

Kharagpur Station: মহিলা যাত্রীদের সুরক্ষায় খড়্গপুর স্টেশনে ‘পিঙ্ক মোবাইল টিম’! কড়া নজরদারি প্ল্যাটফর্মে ও ট্রেনে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৮ সেপ্টেম্বর:'রাত্তিরের সাথী' প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনার মুখে…

1 day ago

Midnapore: ‘৪২তম তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা’র উদ্বোধন মেদিনীপুর শহরে! প্রথম দিনের ভিড়েই আশাবাদী ব্যবসায়ীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: শহর মেদিনীপুরের পুজোর আগমনী সুরের সঙ্গেই যেন…

2 days ago

Police Commissioner: একসময় পশ্চিম মেদিনীপুরের SP ছিলেন, কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৭ সেপ্টেম্বর: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরিয়ে দেওয়া হল…

2 days ago