দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৩ ডিসেম্বর:আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ বলয় ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবারই তা আরও শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এরপর, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘জাওয়াদ’। এর জেরেই শনিবার থেকেই ভারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বইবে ঝোড়ো হাওয়া। তেমনই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। ‘নবান্ন’ থেকেও সতর্ক করে দেওয়া হয়েছে মৎস্যজীবী ও কৃষকদের। শনিবার ও রবিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। মাঠের পাকা ধান আজকের মধ্যেই ঘরে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। সদ্য লাগানো ফসলের জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। আলু লাগানোর পরিকল্পনা আগামী ৩-৪ দিন পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকারে এখন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ওপর অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় এটি ক্রমশ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপরূপে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘণীভূত হওয়ার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে, এটি বঙ্গোপসাগরের মধ্যভাগের ওপর ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে, শনিবার সকাল নাগাদ উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে তা ওড়িশার গোপালপুর থেকে ৬৭০ কিলোমিটার দূরে (পারদ্বীপ থেকে ৭৬০ কিলোমিটার দূরে) অবস্থান করছে বলে জানা গেছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শনি-রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
এদিকে, মৎস্যজীবীদের শনিবার ও রবিবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার সকালে উপকূল এলাকায় ঝড়ের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। ওই দিন হলুদ সর্তকতা (Yellow Alert) জারি করা হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগণা, হাওড়া জেলায়। রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগণা, হাওড়া ও কলকাতায়। হলুদ থাকছে, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা ও দুই বর্ধমান।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…