দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ডিসেম্বর: চাকরির বড় আকাল! তাই, প্রবল বৃষ্টি আর ‘কমলা সতর্কতা’ (Orange Alert) উপেক্ষা করেই চাকরির পরীক্ষা দিলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ভোর রাত থেকেই নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছিল দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বেলা যত বেড়েছে বৃষ্টির পরিমাণ কত বেড়েছে! কিন্তু, পূর্ব নির্ধারিত পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাব ইন্সপেক্টর (SI/Sub Inspector) এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যথারীতি। প্রবল বৃষ্টি মাথায় নিয়েই হবু পুলিশ-রা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান সকাল ১১ টার মধ্যে। পরীক্ষা ছিল ১২ টা থেকে। নির্ঝঞ্ঝাট ভাবেই পরীক্ষা হল পশ্চিম মেদিনীপুরে। বিভিন্ন স্কুল থেকে পাওয়া খবর অনুযায়ী, এই প্রবল বৃষ্টির মধ্যেই পুলিশের এস.আই নিয়োগের লিখিত পরীক্ষা দিয়েছেন প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ পরীক্ষার্থী। পরীক্ষা হয়েছে কড়া নজরদারির মধ্যে! ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী জানিয়েছেন, “আমাদের স্কুলে পরীক্ষার্থী ছিলেন ৫১২ জন। পরীক্ষা দিয়েছেন ৩৯০ জন। বৃষ্টির জন্য চাকরিপ্রার্থীদের একটু অসুবিধা হলেও, পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নির্বিঘ্নেই।” এদিকে, সাইক্লোনের বিপদ আগেই কেটেছে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। রবিবার দুপুরের বুলেটিন অনুযায়ী বৃষ্টির প্রকোপও আগামীকাল থেকে কমে যাবে। কারণ, এই মুহূর্তে ‘গভীর নিম্নচাপ’ থাকলেও, দ্রুত তার শক্তিক্ষয় হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে, মেদিনীপুর, খড়্গপুর ঝাড়গ্রামের বৃষ্টি বিপদ কাটতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ (Jawad) এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার অবস্থান, পুরী থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। গোপালপুর থেকে ১৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব এবং পারাদ্বীপ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। তা এগোচ্ছে উত্তর-উত্তরপূর্ব অভিমুখে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ ঘণ্টায় গভীর নিম্নচাপ আরও দুর্বল হবে। রবিবার গভীর রাতে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং ওড়িশা উপকূল হয়ে এগোতে থাকবে পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তে গভীর নিম্নচাপটি সমুদ্রের উপর দিয়ে ১৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এগোচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টিপাত হলেও, আগামীকাল (সোমবার), বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে, উপকূলবর্তী এলাকাগুলিতে প্রায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। আগামীকালও মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…