দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: পূর্ব ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ আর ব্যাপক জলীয় বাষ্পের কারণে ভিজছে উত্তর থেকে দক্ষিণ বঙ্গ। রবিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই মুখ ভার ছিল দক্ষিণবঙ্গের আকাশের। হয়েছে দফায় দফায় বৃষ্টি। অন্যদিকে, কুয়াশাচ্ছন্ন মেদিনীপুর, খড়্গপুর, ঝাড়গ্রামে বৃষ্টি শুরু হয় দুপুরের পর। তারপর দফায় দফায় চলছে মুষলধারে বৃষ্টি। অকাল বৃষ্টিতে তিতিবিরক্ত সাধারণ মানুষ। সন্ধ্যার পর দুই শহরের জনজীবন প্রায় স্তব্ধ হয়ে গেছে! অন্যদিকে, কৃষকদের মাথায় ফের একবার হাত পড়ল। দু’দিন ছাড়া এই বৃষ্টিতে আলু, সবজি ও ফুলের ব্যাপক ক্ষতি হবে বলে চাষিরা জানিয়েছেন। ইতিমধ্যে, ক্ষতিপূরণের জন্য আন্দোলন হয়েছে। ফের একবার তাঁদের জমি জলে ভাসতে চলেছে। কিভাবে তা সামাল দেবেন ভেবে পাচ্ছেন না!
এদিকে, আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে চলবে মঙ্গলবার অবধি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ এবং বুধবার থেকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। তার আগে কৃষকদের আলু, বিভিন্ন সবজি ও ফুলের ব্যাপক ক্ষতি হতে পারে। একদিকে, যেমন ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বেন কৃষকরা, ঠিক তেমনই বিভিন্ন সবজি ও ফুলের মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষও। উল্লেখ্য যে, ইতিমধ্যে রবি ও সোমবারের বৃষ্টি নিয়ে কৃষকদের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর। জমিতে ছোটো নালা কেটে রাখার কথাও বলা হয়েছিল। তবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল দক্ষিণবঙ্গে। বাস্তবে যা ভারী বৃষ্টিপাতের আকারে ঝরে পড়ছে রবিবার সন্ধ্যার পর থেকে!