thebengalpost.net
কাঁপছে জঙ্গলমহল:

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সমীরণ ঘোষ, ১৮ জানুয়ারি: মাঘের শুরুতেই ফের পারদ পতনে আশায় বুক বেঁধেছিলেন বাংলার কৃষক থেকে সাধারণ মানুষ! বেশ জাঁকিয়েই শীত পড়েছে পৌষ সংক্রান্তির পরের দিন থেকে। আজ, মঙ্গলবার (১৮ জানুয়ারি)’তো কলকাতা থেকে কাঁথি, ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর, খড়্গপুর থেকে সারেঙ্গা রীতিমতো হু হু করে কাঁপছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় আজ এখনও অবধি সর্বনিম্ন ১১ ডিগ্রি। আর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে তো সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির নীচে! আর, এই কনকনে ঠান্ডার মধ্যেই ফের বিরক্তিকর বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগণা-তে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার (২২ তারিখ) পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। অন্যান্য জেলাগুলোতে ২১ এবং ২২ জানুয়ারি আংশিক মেঘলা আকাশ থাকবে।

thebengalpost.net
কাঁপছে জঙ্গলমহল:

ফলে, এই কনকনে ঠাণ্ডার আমেজ আর মাত্র দু’দিন উপভোগ করতে পারবেন দক্ষিণবঙ্গবাসী। ২১ জানুয়ারি থেকেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে সামান্য বাড়বে তাপমাত্রা। তারপর ২-৩ দিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। ফের আগামী সপ্তাহ থেকে শীতের কনকনানি অনুভব করা যেতে পারে! প্রসঙ্গত উল্লেখ্য, গত তিনদিনে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল এলাকায় ৮-১০ ডিগ্রির ঠান্ডার আমেজ উপভোগ করছেন সাধারণ মানুষ। আলু ও সবজি চাষিরাও এতে খুশি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী গত তিনদিন মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে- ১২.৪৯ (১৬ জানুয়ারি), ৯.৮৩ (১৭ জানুয়ারি) এব ৭.৯৮ (১৮ জানুয়ারি) ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেই, ফের বৃষ্টির পূর্বাভাসে কিছুটা আশঙ্কায় রয়েছেন কৃষক, ব্যবসায়ী সহ দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী চব্বিশ ঘন্টা শুষ্ক আবহাওয়া থাকবে। ১৯ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে। ২০ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ জানুয়ারি উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুই বঙ্গেই সকালের দিকে কুয়াশা থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

thebengalpost.net
ফের বৃষ্টির পূর্বাভাস :