thebengalpost.net
মেদিনীপুর শহরে‌ বৃষ্টি :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: “এত যে ভীষণ, তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ…” (কালবৈশাখী/ মোহিতলাল মজুমদার)। অবশেষে, বছরের প্রথম কালবৈশাখী’র দেখা মিললো শনিবাসরীয় সন্ধ্যায়। স্বস্তির শীতল বারি ধারা হয়ে ঝরে পড়লো মেদিনীমাতার বুকে। সেইসঙ্গে মেদিনীপুর বাসীরও যেন প্রাণ জুড়ালো। সেই সঙ্গেই, শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও শোনানো হয়েছে সুখবর। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিচ্ছে তাপপ্রবাহ বা লু (Loo)। কমবে তাপমাত্রা। সেই সঙ্গে, আগামীকাল‌ অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার (৫ মে পর্যন্ত) পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ প্রায় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

thebengalpost.net
মেদিনীপুর শহরে‌ বৃষ্টি :

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিনে তীব্র দাবদাহে মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গবাসীর যেন নাভিশ্বাস উঠেছিল! তার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হওয়া লোডশেডিং অস্বস্তি আরও বাড়িয়েছে। তবে, তাপমাত্রা অবশ্য ধীরে ধীরে কমতে শুরু করছিল। কিন্তু, দেখা মিলছিলো না কালবৈশাখীর। অবশেষে তা দেখা দিল শনিবার অর্থাৎ পয়লা বৈশাখের প্রায় দু’সপ্তাহ পর। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও গড় তাপমাত্রা ছিল যথাক্রমে, ২৭ ও ৩২ ডিগ্রি সেলসিয়াস। বলাই বাহুল্য, আজ সন্ধ্যার পর তাপমাত্রা আরও কমতে চলেছে। অন্যদিকে, রবিবার থেকে প্রায় সারা সপ্তাহ জুড়ে মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।