দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২৮ জানুয়ারি: শীতের মরণ কামড় একেই বলে! ফের একবার ৮ ডিগ্রির ঠান্ডায় কাঁপছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ জঙ্গলমহল। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছিল, জেলা শহর ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯৫ ডিগ্রি আর গড় তাপমাত্রা ১৯.৬৩ ডিগ্রি। আর, শুক্রবার সন্ধ্যায় জানাল, সর্বনিম্ন তাপমাত্রা মাত্র ৮.৩ ডিগ্রি আর গড় তাপমাত্রা ১৪.৮৯ ডিগ্রি! ফলে, গত চব্বিশ ঘণ্টায় একধাক্কায় মেদিনীপুর-খড়্গপুরে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি! প্রসঙ্গত, আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে, ৩১ জানুয়ারি অবধি কনকনে ঠান্ডায় কাঁপবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গ। কলকাতায় এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪-১৫ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই, ঠান্ডায় রীতিমতো জুবুথুবু অবস্থা জঙ্গলমহলের! তবে, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই কনকনে ঠান্ডা আর স্থায়ী হবে মাত্র ৩ দিন। তারপরই, তাপমাত্রা বাড়তে শুরু করবে। আর, ফেব্রুয়ারি মাসের ৪ ও ৫ তারিখ পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের নামবে বিরক্তিকর বারিধারা!

thebengalpost.net
শীতের অলস দুপুরে, মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে (নিজস্ব চিত্র) :

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত কনকনে ঠান্ডা, আর ১ ফেব্রুয়ারি থেকেই বাড়তে পারে তাপমাত্রা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মাঝারি বৃষ্টিপাত শীতের শেষটুকু বাঁচানোর চেষ্টা করলেও, দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্য থেকে পাকাপাকি ভাবে বিদায় নিতে পারে শীত! তারপরই, ‘বসন্ত জাগ্রত দ্বারে’! আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই দাপট কমবে কনকনে উত্তুরে বাতাসের, সেই জায়গা নেবে দখিনা বাতাস। রাজ্যে আগমন হবে বসন্তের। এদিকে, তামিলনাড়ুর উপরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের প্রভাবে সরস্বতী পুজোয় বাংলার বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে, বঙ্গের কপোত-কপোতীদের সরস্বতী পুজোর প্রেম মাটি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে!