দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: বাণী বন্দনার শুরুতেই ব্যাঘাত! পূর্বাভাস অনুযায়ী শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মেদিনীপুর, খড়্গপুরেও বৃষ্টি শুরু হয়েছে সকাল ৮ – সাড়ে ৮ টা থেকে। তার আগে হয়েছে হালকা ঝড়। সবমিলিয়ে, মেদিনীপুর কলেজ স্কোয়ারের বিখ্যাত ‘বাণী বন্দনা’র প্রস্তুতির প্রায় দফারফা! তবে, বিভিন্ন ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, তাঁদের মণ্ডপে এখনও ঠাকুর আসেনি। যদিও, ‘অবসর’ সহ কয়েকটি ক্লাবের মণ্ডপে আবার ঠাকুর এসে গেছেন! অগত্যা, বসন্তের অকাল বারিধারায় ভিজতে হচ্ছে ‘বাসন্তী’ মা সরস্বতীকে। মন খারাপ উদ্যোক্তাদের। তবে, আগামীকাল (৫ ফেব্রুয়ারি) থেকে বৃষ্টি-মুক্তি মিলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু, মেঘলা আকাশ কিছুটা থাকবে। পুরোপুরি দুর্যোগ মুক্তি বা শীতের প্রত্যাবর্তন (কামব্যাক) হতে পারে রবিবার, ৬ ফেব্রুয়ারি থেকে। ইতিমধ্যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এক ধাক্কায় ৫ ডিগ্রি! গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৬ ডিগ্রি (বুধবার তা ছিল ১১ ডিগ্রি)।

thebengalpost.net
মেদিনীপুর শহরে বৃষ্টি :

প্রসঙ্গত উল্লেখ্য, হাওয়া অফিস আগেই জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbances) প্রভাবে, সরস্বতী পুজোর আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল দুই বঙ্গেই। উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে (বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। আর সেই সম্ভাবনাই মিলে গিয়েছে। এদিন সাতসকালেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। এছাড়াও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভোর ৫ টা থেকে সকাল ১০ এর মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝেঁপে বৃষ্টি হবে। ৪ ফেব্রুয়ারি উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ৫ ফেব্রুয়ারি বৃষ্টি কমলেও, মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গে। তবে, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আপাতত, ৬ ফেব্রুয়ারি থেকে শীতের কামব্যাকের আশায় প্রহর গুনছেন বঙ্গবাসী।

thebengalpost.net
মেদিনীপুর কলেজ স্কোয়ার: