দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২ আগস্ট: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বুধবার সকাল থেকেই দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবার এই সমস্ত জেলাগুলিতে ‘হলুদ সতর্কতা’ (yellow alert) জারি করা হলেও বুধবার ‘কমলা সতর্কতা’ (Orange Alert) জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে এই জেলাগুলিতে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। বুধবারও তেমনটাই পূর্বাভাস জারি করা আছে আবহাওয়া দপ্তরের তরফে। আজ, বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বাংলাদেশ উপকূলে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে বলে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আকাশ একটু একটু করে পরিষ্কার হতে পারে। তবে, নিম্নচাপের হাত ধরে বৃষ্টি আসায় খুশি দক্ষিণবঙ্গের কৃষকরা!

thebengalpost.net
ফুঁসছে দীঘার সমুদ্র:

অন্যদিকে, গভীর নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তার জেরে চেহারা বদলে গিয়েছে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলির। মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে রং বদলেছে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ উপকুলবর্তী এলাকার সমুদ্রের। বুধবার সকাল থেকেই ঘন কালো মেঘে মুখ ঢেকেছে দীঘা সহ উপকূলবর্তী এলাকার আকাশ। সকালে বৃষ্টির দাপট কিছুটা কমলেও ৫০-৬০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। পূর্ণিমার কোটালের ধাক্কায় সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। বড় বড় ঢেউ এসে গার্ড ওয়ালে ধাক্কা মারছে। বুধবার সকাল দশটা-এগারোটার পর থেকেই দীঘার সমুদ্র ভয়ংকর চেহারা নেয়। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে দীঘা পুলিশ প্রশাসনের তরফে।