দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: ক্রমশ ঘনীভূত হচ্ছে বাংলার আকাশ! উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের (Depression) কারণে, ওড়িশা উপকূলের চাঁদবালিতে (Chandbali) সোমবার সকালেই সাইক্লোন আছড়ে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় শাখার তরফে। আর, এর প্রভাবেই দীঘা উপকূলে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। ইতিমধ্যে, রবিবার সারাদিন ধরেই উত্তাল ছিল দীঘার সমুদ্র। রাত যত বেড়েছে জলোচ্ছ্বাসে তীব্র হয়েছে। অন্যদিকে, রবিবার গভীর রাত থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির কমলা সর্তকতা (Orange Alert) জারি করা হয়েছে জঙ্গলমহল সহ সমগ্র দক্ষিণবঙ্গেই (South Bengal)।
প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে দ্রুততার সঙ্গে এগোচ্ছে। সোমবার সকালেই নিম্নচাপটি উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের স্থলভাগের প্রবেশ করবে। গভীর এই নিম্নচাপের প্রভাবে সোমবারেও অতিভারী বৃষ্টির ‘কমলা সর্তকতা’ জারি করা হয়েছে- দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে- কলকাতা, হাওড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবারেও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতভর প্রবল বৃষ্টি শুরু হয়েছে দীঘা-কাঁথি-মেদিনীপুর-খড়্গপুর-ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে।