দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৫ ডিসেম্বর: উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বেড়েছে ঠিকই, তবে যতটা পূর্বাভাস দেওয়া হয়েছিল ততটা নয়! পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের জঙ্গলমহল এলাকাগুলিতে এখনও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৮-৯ ডিগ্রির ঘরেই। আগামী কয়েকদিনেও তাই থাকবে বলে জানা গেছে। তবে, ২০ ও ২১ ডিসেম্বর যেভাবে ৬ ও ৭ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা, তা পুনরায় ফিরে আসতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে, পৌষ সংক্রান্তি অবধি কনকনে ঠান্ডাই উপভোগ করবেন জঙ্গলমহলবাসী। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৪-১৫ ডিগ্রির আশেপাশে। গত কয়েকদিন আগে তা নেমে গিয়েছিল ১০-১১ ডিগ্রিতে। সমগ্র দক্ষিণবঙ্গতেই আগামী কয়েকদিন তাপমাত্রা অবশ্য এরকমই থাকবে। জানুয়ারির পর ফের তাপমাত্রার পারদ নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

thebengalpost.net
বড়দিনের আগের রাতে মেদিনীপুর স্টেশনে সান্তাক্লজের সাজে শিক্ষক ও সমাজকর্মী মণিকাঞ্চন রায় :

অন্যদিকে, আবহাওয়া দপ্তর বলছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে বাতাস প্রবেশে বাধা পাচ্ছে রাজ্যে। তাতেই তাপমাত্রার পারদ চড়ছে ধীরে ধীরে। তবে পশ্চিমী ঝঞ্ঝা সরলেই শীত স্ব-মেজাজে ফিরবে! কলকাতায় বড়দিনে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশেপাশেই থাকবে। এরপর, আগামী ছয়দিন তাপমাত্রা বাড়বে। বর্ষশেষের দিনে ন্যূনতম তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝায়। তবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জেলায় আগামী কয়েকদিনেও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকবে বলেই পূর্বাভাস। জানুয়ারির পর তা আরও কমতে পারে! এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ দিনে জেলাশহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে- ৫.৯ (২০ ডিসেম্বর), ৬.৯ (২১ ডিসেম্বর), ৯.৬ (২২ ডিসেম্বর), ৮.৮ (২৩ ডিসেম্বর) এবং ৯.৯ (২৪ ডিসেম্বর)।

thebengalpost.net
দুই শিক্ষক নরসিংহ দাস ও মণিকাঞ্চন রায় এক রেলকর্মীর সাথে :